Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুর্নীতি মুক্ত, স্বচ্ছ ভারত গড়তে ভিজিলান্স আওয়ারেনেস হলদিয়া বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে উদযাপিত হল

দুর্নীতি মুক্ত, স্বচ্ছ ভারত গড়তে ভিজিলান্স আওয়ারেনেস হলদিয়া বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে উদযাপিত হল
সরকারি কাজে দুর্নীতি রুখতে সতর্কতা ও সচেতনতার জন্য  আজ, শুক্রবার সকালে বন্দর কর্তৃপক্ষ, সিআইএসএফ ও কোস্টগার্ড যৌথ পদযাত্রা করল হলদি…

 




দুর্নীতি মুক্ত, স্বচ্ছ ভারত গড়তে ভিজিলান্স আওয়ারেনেস হলদিয়া বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে উদযাপিত হল


সরকারি কাজে দুর্নীতি রুখতে সতর্কতা ও সচেতনতার জন্য  আজ, শুক্রবার সকালে বন্দর কর্তৃপক্ষ, সিআইএসএফ ও কোস্টগার্ড যৌথ পদযাত্রা করল হলদিয়ায়। এদিন সকালে বন্দরের প্রশাসনিক ভবন জহর টাওয়ার থেকে টাউনশিপের হেলিপ্যাড ময়দান পর্যন্ত পদযাত্রা হয়। বিভিন্ন সংস্থার আধিকারিক ও কর্মীরা এতে অংশ নেন।


বন্দরের ডেপুটি চেয়ারম্যান অমলকুমার মেহেরা বলেন, সরকারি কাজে দুর্নীতি নির্মূল করতে এক পক্ষকাল ধরে বন্দর কর্তৃপক্ষ ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন করল।

২৬ অক্টোবর থেকে গত ১৫দিন ধরে নয়নয় কর্মসূচি নেওয়া হয়। পিআইডির মাধ্যমে কীভাবে নাম গোপন রেখে দুর্নীতি নিয়ে জনস্বার্থ মামলা বা অভিযোগ করা যায় বিশেষ ওয়েবসাইটে সেবিষয়ে এবার বিশেষ গুরিত্ব দেওয়া হয় দেশের প্রতিটি মেজর পোর্টে। দুর্নীতিতে সরকারি অর্থের অপচয় হয়, তা রুখতে পারলে উন্নয়নে কাজে লাগবে। এদিন কলকাতা বন্দরের চিফ ভিজিলেন্স অফিসার প্রীতি মহাত উপস্থিত ছিলেন। বন্দর, কোস্টগার্ড ও সিআইএসএফের যে সমস্ত কর্মীরা ভিজিলেন্সে বছরভর ভাল কাজ করেছেন তাদের পুরস্কৃত করা হয়।

বিজ্ঞাপন


No comments