Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বাধীনতা সংগ্রামীর কুমার চন্দ্র জানা জন্মদিন পালন

স্বাধীনতা সংগ্রামীর কুমার চন্দ্র জানা জন্মদিন পালন
বীর শহীদ ও বিশিষ্ট স্বাধীনতা  সংগ্রামী  কুমার চন্দ্র জানা জন্মদিন অনুষ্ঠিত হলো হলদিয়ার গিরিশ মোড়ে । কুমার চন্দ্র জানার ১৪২ তম জন্মদিন পালিত হল । হলদিয়া গিরিশ মোড়ে কুমার চন্দ্র…

 




স্বাধীনতা সংগ্রামীর কুমার চন্দ্র জানা জন্মদিন পালন


বীর শহীদ ও বিশিষ্ট স্বাধীনতা  সংগ্রামী  কুমার চন্দ্র জানা জন্মদিন অনুষ্ঠিত হলো হলদিয়ার গিরিশ মোড়ে । কুমার চন্দ্র জানার ১৪২ তম জন্মদিন পালিত হল । হলদিয়া গিরিশ মোড়ে কুমার চন্দ্র জানা ওয়েলফেয়ার  সোসাইটির পক্ষ থেকে অষ্টম বর্ষ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় । আজকের দিনে ১৮৮১ সালে কুমার চন্দ্র জানা জন্মগ্রহণ করেন। 1973 সালে তার মৃত্যু হয়।   সকালবেলা  বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় হলদিয়া চৈতন্যপুর থেকে গিরিশ মোড় পর্যন্ত। চৈতন্যপুরএ তার মূর্তিতে মাল্যদান করা হয় এবং গিরিশ মোড়ে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় । সবথেকে আকর্ষনীয় রক্তদান শিবির অনুষ্ঠিত হয় । স্বাধীনতা সংগ্রামী কুমার চন্দ্র জানান জন্মদিন উপলক্ষে সারা দিন ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । পূর্ব মেদিনীপুর জেলা তথা হলদিয়ার জনক ছিলেন কুমার চন্দ্র জানা। রাজ্যের প্রথম  ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ এর মন্ত্রিসভার সদস্য ছিলেন কুমার চন্দ্র জানা। শুধু পূর্ব মেদিনীপুর জেলা নয় সারা রাজ্যে তার স্বাধীনতার অধিকার পাওয়ার আন্দোলন ছড়িয়ে পড়েছিল। ইংরেজদের স্বৈরশাসনের বিরুদ্ধে জনসাধারণকে একত্রিত করেছিলেন কুমার চন্দ্র জানা। কুমার চন্দ্র জানার বুনিয়াদি শিক্ষা, স্বাধীনতার জন্য তারা আন্দোলন আজও সাধারণ মানুষের কাছে আদর্শ হয়ে রয়েছে।

No comments