Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের নতুন জেলা আধিকারিক পদে যোগ দিলেন মহুয়া মল্লিক

পূর্ব মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের নতুন জেলা আধিকারিক পদে যোগ দিলেন মহুয়া  মল্লিক। সোমবার তাঁকে কার্যভার বুঝিয়ে দেন পূর্বতন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক গিরিধারী সাহা। 

 মহুয়া দেবী  নবান্নে তথ্য সংস্কৃতি দপ্তরে কর্মরত ছি…

 






পূর্ব মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের নতুন জেলা আধিকারিক পদে যোগ দিলেন মহুয়া  মল্লিক। সোমবার তাঁকে কার্যভার বুঝিয়ে দেন পূর্বতন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক গিরিধারী সাহা। 



 মহুয়া দেবী  নবান্নে তথ্য সংস্কৃতি দপ্তরে কর্মরত ছিলেন। গিরিধারী বাবু বদলি হয়ে যোগ দিচ্ছেন  নবান্নের তথ্য-সংস্কৃতি দপ্তরে।


ওয়েষ্ট বেঙ্গল রুরাল নিউজপেপার ওনার্স এন্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সোমবার গিরিধারী বাবুকে বিদায় সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি নতুন জেলা আধিকারিক মহুয়া মল্লিককে অভ্যর্থনা জ্ঞাপন করা হয়। দুই আধিকারিকের হাতে পুষ্পস্তবক তুলে দেন বর্ষীয়ান সাংবাদিক জয়দেব মালাকার, লেখক ও প্রাবন্ধিক কমল কুমার কুন্ডু।

 উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক অংশুমান ফাদিকার, ছবি কথা বলে পত্রিকার সম্পাদক রনজিত ঘোড়া, কোস্টাল খবর এর সম্পাদক উৎপল সামন্ত, সংবাদ আসার দিশারী সম্পাদক নিশীথ কুমার প্রতিকার, নন্দকুমার বার্তার সম্পাদক অসীম দাস প্রমূখ।

বিজ্ঞাপন



বক্তব্য রাখতে গিয়ে তাম্রলিপ্ত পত্রিকার সম্পাদক  জয়দেব মালাকার বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে জেলার পত্র-পত্রিকাগুলি সরকারি বিভিন্ন দপ্তরের বিজ্ঞাপন থেকে বঞ্চিত হচ্ছে। জেলার পত্র-পত্রিকা গুলিকে বাঁচিয়ে রাখতে হলে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরকে ইতিবাচক ভূমিকা নিতে হবে।

বিজ্ঞাপন



ওয়েষ্ট বেঙ্গল রুরাল নিউজপেপার ওনার্স এন্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার ট্রাস্টের রাজ‍্য  সম্পাদক অংশুমান ফাদিকার বলেন, মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামে এবং  দিঘাতে প্রশাসনিক সভাতে জানিয়েছিলেন জেলার  পত্র-পত্রিকাগুলির বিকাশের জন্য সরকার উদ্যোগ নেবে। কিন্তু দুর্ভাগ্যবশত মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর হয়নি।

 বিজ্ঞাপন



 বিদায়ী জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক গিরিধারী সাহা যাতে নবান্নে গিয়ে  জেলার পত্রপত্রিকার উন্নয়নের জন্য উদ্যোগী নেন সংগঠনের পক্ষ থেকে অনুরোধ করা হয়।

No comments