Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কংসাবতী নদী জল বাড়ছে প্লাবিত হতে শুরু করেছে পাঁশকুড়ার বিস্তীর্ণ এলাকা

প্রদীপ কুমার মাইতি,  পূর্ব মেদিনীপুরঃ কংসাবতীর ব্যারেজ থেকে কয়েক হাজার কিউসেক জল ছাড়ার ফলে ফুলে ফেঁপে উঠেছে কংসাবতী নদী। জলস্তর বৃদ্ধি পাচ্ছে কংসাবতীর ওপর, ব্যাপক হারে বাড়ছে জল। নদীপালে ঢুকেছে নদীর জল, ঘরবাড়ি প্রায় জলের তলায…

 





প্রদীপ কুমার মাইতি,  পূর্ব মেদিনীপুরঃ কংসাবতীর ব্যারেজ থেকে কয়েক হাজার কিউসেক জল ছাড়ার ফলে ফুলে ফেঁপে উঠেছে কংসাবতী নদী। জলস্তর বৃদ্ধি পাচ্ছে কংসাবতীর ওপর, ব্যাপক হারে বাড়ছে জল। 

নদীপালে ঢুকেছে নদীর জল, ঘরবাড়ি প্রায় জলের তলায়, ঘরের ভেতর হাঁটু সমান জল,তবু নিস্তার নেই, কংসাবতী নদীর জল ধীর গতিতে বাড়ছে । নস্করদিঘী,  চৈতন্যপুর ১ ও ২ নং অঞ্চল, উদয়পুর,  জানাবাড় সহ পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির একাধিক এলাকায় প্রবেশ করেছে কংসাবতী নদীর জল। বড় বড় কচুরিপানা ভেসে আসছে কংসাবতী নদীতে, আশঙ্কায় পাঁশকুড়াবাসী । নস্করদিঘীর ঘরবাড়ি ইতিমধ্যে জলের তলায়, মুড়িমিল ডুবল জলের নিচে। তবে পাঁশকুড়া ১ নং পঞ্চায়েত সমিতি থেকে আগাম প্রস্তুতি পর্ব নিয়ে রাখা হয়েছে বন্যা মোকাবিলার। বন্যা মোকাবিলায় লাইট গাড়ি, বস্তা সহ বাঁধ মেরামতের সরঞ্জাম প্রস্তুত পাঁশকুড়া ব্লক প্রশাসন, সদা সতর্ক তাঁরা। পরিদর্শন করলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হানিফ মহম্মদ।

No comments