Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সাহিত্যের আঙিনায় তারুণ্যের জোয়ার আনতে বদ্ধপরিকর সম্বিৎ

হলদিয়ার সুতাহাটা থেকে প্রকাশিত হল সম্বিৎ পত্রিকার পূজা সংখ্যা। সুতাহাটার পুরোহিত পরিষদে আয়োজিত সাহিত্য সভায় এদিন পত্রিকা প্রকাশ হয়। শতাধিক লেখা নিয়ে পত্রিকাটি প্রকাশিত হয়েছে। এবারের পূজা সংখ্যায় কলম ধরেছেন সাহিত্যিক শ্যামল…

 






হলদিয়ার সুতাহাটা থেকে প্রকাশিত হল সম্বিৎ পত্রিকার পূজা সংখ্যা। সুতাহাটার পুরোহিত পরিষদে আয়োজিত সাহিত্য সভায় এদিন পত্রিকা প্রকাশ হয়। শতাধিক লেখা নিয়ে পত্রিকাটি প্রকাশিত হয়েছে। এবারের পূজা সংখ্যায় কলম ধরেছেন সাহিত্যিক শ্যামলকান্তি দাশ, কৃষ্ণা বসু, রতনতনু ঘাটী, অমিতাভ গুপ্ত, মন্দাক্রান্তা সেন, বীথি চট্যোপাধ্যায়, প্রাণনাথ শেঠ, শুভঙ্কর দাশ, তৈমুর খান, অশোক কুমার লাটুয়ার মতো প্রথিতযশা সাহিত্যিকরা। তরুণ কলমচিদের মধ্যে রয়েছেন অভিনন্দন মুখোপাধ্যায়, সোমেন মুখোপাধ্যায়, ইন্দ্রজিৎ দুয়ারী,শতাক্ষী কুন্ডু, অভিজিৎ মাইতি সহ অন্যান্যরা। এবারের সংখ্যাটি কবিতা বিষয়ক। রাজ্যের বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিকদের এক মলাটের তলায় এনে সম্পাদক রঙ্গলাল গুড়িয়া যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। পত্রিকাটি নিঃসন্দেহে একটি কবিতা সংকলন হয়ে উঠেছে বলা যায়। পত্রিকার প্রচ্ছদেও অভিনবত্ব রয়েছে। ইতিমধ্যেই তা সাহিত্য সমাজে যথেষ্ট সমাদৃত হয়েছে। প্রচ্ছদ এঁকেছেন তরুণ প্রচ্ছদ শিল্পী কৃষ্ণেন্দু মন্ডল। বীথি চট্যোপাধ্যায় লিখেছেন 'প্রেম এসেছিল অকূল সিন্ধুপারে, হাজার বছর আগেও কারুর কাছে, এখনও সে প্রেম পূর্ণিমা চাঁদ হয়ে ঝুলে থাকে কোনও বুড়ো অশথ্ব গাছে।' শুভঙ্কর দাসের কলমে উঠে আসে ' আসলে রাধা নয়, প্রতিটি বেদন রাধা হয়ে আসে…।' প্রেম ফিরে আসে, আর প্রেমিকের উপলব্ধিতে কাজী সামসুল আলম লেখেন 'তোমার বিশ্বাস তোমার হাসির মতোই বিশুদ্ধ সোনা।' পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে আজ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জেলার অধিকাংশ সাহিত্য সভা কিংবা পত্রিকা গোষ্ঠীকেন্দ্রিক। সেখানে বয়স্করাই মূলতঃ তত্ত্বাবধানে থাকেন। লেখা নির্বাচন থেকে শুরু করে সাহিত্য সভার আমন্ত্রণ সূচি তৈরিতেও বয়স্কদের প্রাধান্য দেওয়া হয়। ব্রাত্য থাকে তরুণ প্রজন্ম। সম্পাদক রঙ্গলাল গুড়িয়া জানান 'সম্বিৎ পত্রিকা দীর্ঘদিন ধরেইএই মিথ ভাঙতে সচেষ্ট রয়েছে। সম্বিৎ-এর তরুণ প্রজন্ম এক্ষেত্রে যথেষ্ট উদ্যোমী। তরুণ প্রজন্মের মধ্যে সাহিত্য ভাবনা গড়ে তোলায় সম্বিৎ নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে।'

No comments