Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হিঞ্চি হাদুয়া পল্লী তে সুদীর্ঘ ৫০/৬০ বছরের জলনিষ্কাশনের সমস্যা সমাধানে অার্থিক ও প্রশাসনিক সহযোগিতা করেন মৎস্য মন্ত্রী অখিল গিরি

দেশপ্রাণ ব্লকের সরদা অঞ্চলে র  হিঞ্চি হাদুয়া পল্লী র ৫০/৬০ বছরের জলনিকাশের সমস্যার সমাধান হলো মৎস্য মন্ত্রী অখিল গিরি র প্রচেষ্টায়।প্রতিবছর বর্ষার জলে হিঞ্চি হাদুয়া পল্লী র ৪০/৫০ টি বাড়ী জলে ডুবে থাকে।এবছর উপুর্যুপরি নিম্নচাপের ফ…

 




দেশপ্রাণ ব্লকের সরদা অঞ্চলে র  হিঞ্চি হাদুয়া পল্লী র ৫০/৬০ বছরের জলনিকাশের সমস্যার সমাধান হলো মৎস্য মন্ত্রী অখিল গিরি র প্রচেষ্টায়।প্রতিবছর বর্ষার জলে হিঞ্চি হাদুয়া পল্লী র ৪০/৫০ টি বাড়ী জলে ডুবে থাকে।এবছর উপুর্যুপরি নিম্নচাপের ফলশ্রুতিতে অতিবৃষ্টি তে জমাজলে থৈথৈ অবস্থা ধারণ করে। শতাধিক মানুজনকে হিঞ্চি সিদ্দিকীয়া মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে ত্রাণ শিবিরে অাশ্রয় নিতে হয়। জলনিষ্কাশনের ব্যবস্হা না থাকায় হিঞ্চি হাদুয়া পল্লী তে জমাজলে এইরকম বিপত্তি ঘটে থাকে। রাজ্য সরকারের মৎস্য মন্ত্রী অখিল গিরি, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, বিধায়ক উত্তম বারিক, অাকবর অালি খাঁন প্রমুখ নেতৃবৃন্দ হিঞ্চি হাদুয়া পল্লী এলাকা পরিদর্শন করেন। মৎস্য মন্ত্রী ত্রাণ শিবির পরিচালনায় সহযোগিতার পাশাপাশি জলনিষ্কাশনের স্হায়ী সমাধানের অাশ্বাস দেন। সেইমত পার্শ্ববর্তী ভানু পন্ডা তাঁর বাস্তুর জায়গার উপর দিয়ে জলনিকাশ করার প্রস্তাবে সায় দেন।সেইমত প্রয়োজনীয়  মোটা পলিপাইপ কেনার প্রয়োজনীয় অার্থিক সাহায্য করেন মৎস্য মন্ত্রী অখিল গিরি। ভুক্তভোগী মানুষজন মাটি খনন করে পলিপাইপ বসিয়ে জলনিষ্কাশনের ব্যবস্হা করেন। হিঞ্চি হাদুয়া পল্লী তে সুদীর্ঘ ৫০/৬০ বছরের জলনিষ্কাশনের সমস্যা সমাধানে অার্থিক ও প্রশাসনিক সহযোগিতা করার জন্য মৎস্য মন্ত্রী অখিল গিরি কে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।

No comments