Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের ১৪১ তম জন্মদিবস দুদিন ধরে পালিত

ভারতের স্বাধীনতা সংগ্রামের অাপোষহীন সেনানী তথা জননেতা,অবিভক্ত মেদিনীপুর জেলার মুকুটহীন সম্রাট,চির উন্নত শির দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের ১৪১ তম জন্মদিবস দুদিন ধরে পালিত হচ্ছে। ইংরেজি সাল অনুযায়ী তাঁর জন্মদিন ২৬ শে অক্টোবর, ১৮৮১।…

 




ভারতের স্বাধীনতা সংগ্রামের অাপোষহীন সেনানী তথা জননেতা,অবিভক্ত মেদিনীপুর জেলার মুকুটহীন সম্রাট,চির উন্নত শির দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের ১৪১ তম জন্মদিবস দুদিন ধরে পালিত হচ্ছে। ইংরেজি সাল অনুযায়ী তাঁর জন্মদিন ২৬ শে অক্টোবর, ১৮৮১।বাংলা সাল অনুযায়ী তাঁর জন্মদিন ৯ ই কার্তিক, ১২৮৮।তাঁর জন্মস্থান  চন্ডীভেটী গ্রামে বাংলা তারিখ অনুযায়ী ৯ ই কার্তিক জন্মদিন পালিত হয়। স্বাধীনতা সংগ্রামের বীর যোদ্ধা দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল জীবদ্দশায় ইংরেজদের কাছে কখনও মাথা নত করেন নি।তাই তাঁর ইচ্ছানুসারে মৃত্যুর পরে চিতায় মরদেহ কে দাঁড় করিয়ে দাহ করা হয়।স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাঁর অবদানের সঠিক মূল্যায়ন করা হয়নি বলে তাঁর অনুরাগী দের চিরন্তন বেদনা ও ক্ষোভ অাজও রয়ে গেছে।দেশপ্রাণের নেতৃত্বে চৌকিদারী ট্যাক্স বয়কটের অান্দোলন অাজও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মাইলফলক হিসাবে চিহ্নিত হয়ে অাছে। দুর্ভাগ্য কাঁথিবাসীর দেশপ্রাণ ব্লকের চন্ডীভেটী গ্রামে তাঁর জন্মভিটা অাজ খণ্ডহরে পরিণত।বিগত উপুর্যুপরি প্রাকৃতিক দুর্যোগ ও নিম্নচাপের ফলশ্রুতিতে অতিবৃষ্টি তে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের অাঁতুড়ঘর অাজ ভগ্নস্তূপে পরিণত হয়েছে। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন জানান ৯ ই কার্তিক তাঁর চন্ডীভেটী র জন্মভূমি সহ দেশপ্রাণ ব্লক জুড়ে চির উন্নত শির দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জন্মদিন পালিত হবে।দেশপ্রাণের পূণ্য জন্মদিনে শ্রদ্ধার্ঘ নিবেদন করে প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন দেশপ্রাণের জন্মদিন কে সরকারি ছুটি,তাঁর জীবনীকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা সহ চন্ডীভেটী গ্রামে তাঁর জন্মভিটা কে সংরক্ষণ করার অাবেদন জানিয়েছেন মৎস্য মন্ত্রী অখিল গিরি, সেচমন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র, রাজ্য সরকারের মুখ্য সচিব ও হেরিটেজ কতৃপক্ষ কে বার্তা পাঠিয়েছেন।

No comments