Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

"টাটা মেমোরিয়াল" পুরো ভারতবর্ষের মোট  ক্যানসার  রুগীর প্রায় ১/৩ ভাগ এখান থেকে চিকিৎসা করাচ্ছেন, নিউ      ইয়র্ক বা লন্ডন থেকে চিকিৎসায়       কোনো অংশে কম যায়না।, কিন্তু     খরচ বিদেশের প্রায় ১/২০ ভাগ।
কিছুদিন ধরেই বিভিন্ন…

 





"টাটা মেমোরিয়াল" পুরো ভারতবর্ষের 

মোট  ক্যানসার  রুগীর প্রায় ১/৩ ভাগ 

এখান থেকে চিকিৎসা করাচ্ছেন, নিউ 

     ইয়র্ক বা লন্ডন থেকে চিকিৎসায়  

     কোনো অংশে কম যায়না।, কিন্তু

     খরচ বিদেশের প্রায় ১/২০ ভাগ।


কিছুদিন ধরেই বিভিন্ন ক্যান্সার রুগী দের জন্য সাহায্য চেয়ে অনেক ছাত্রছাত্রী, অনেক সাধারণ মানুষ কে অনেক সংস্থার মাধ্যমে ফেসবুকে account নম্বর দিয়ে সাহায্য চাইতে দেখি, খুব ভালো লাগে, এখনো যে অনেক মানুষ দরিদ্র  ক্যান্সার রুগী দের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন দেখে সত্যি খুব ভালো লাগে, 


তাদের জন্য আরো কিছু তথ্য দিতে ইচ্ছুক হয়ে এই পোস্টটি করা, পোস্ট টা একটু বড়, দয়া করে পড়বেন, এড়িয়ে যাবেন না আশা রাখি, কোনোদিন কোনো পোস্ট share করতে বলিনা, কিন্তু মানুষের স্বার্থে এই পোস্ট টা একটু share করবেন, কারণ এখন অনেক কে ফেসবুক এ সাহায্য চাইতে দেখা যায় ক্যানসার নিরাময়ে, তাদের একটু হলেও কাজে লাগবে।  এই পোস্ট টা তে কেও কোনোরকম ভাবে বাজে কোনো মন্তব্য বা অহেতুক কোনো কথা না বললে খুশি হবো, এটা তাদের জন্য যারা ক্যানসার রোগ বা রুগী টাকে খুব সামনে থেকে দেখছেন, ভাবছেন কি করবো, কিন্তু বুঝে উঠতে পারছেন না, 


বাস্তব অভিজ্ঞতা দিয়ে কিছু কথা বলছি, 


প্রথমেই বলি, ক্যানসার মানে no answer, এই যুগ আর নেই, বিশ্বের উন্নত পাঁচটি দেশের মধ্যে ভারত ও আজ এই রোগ আংশিক বা সম্পূর্ণ নিরাময়ে সক্ষম হয়েছে, চোখের সামনে যুবরাজ সিং, ইরফান খান, সোনালী বিন্দ্রে দের দেখে যেসব রোগী বা রোগীর বাড়ির লোক আশার আলো দেখেন, তাদের জন্য বলা, মনে বিশ্বাস রাখুন, আপনি বা আপনার বাবা, মা, কাকু , জেঠু, ভাই, বোন ও তাদের মতো সম্পূর্ণ নিরাময় হয়ে জীবন ফিরে পেতে পারেন, শুধু চাই সঠিক জায়গায় সঠিক চিকিৎসা, আর মনের বিশ্বাস। 


তারকা দের মতো রোগীকে নিউ ইয়র্ক নিয়ে যাওয়ার সাধ্য হয়তো বেশিরভাগ মানুষেরই নেই, তবু ঘাবড়ে যাবেন না, আমাদের দেশের দারিদ্র সীমার নীচে থাকা মানুষ থেকে কোটিপতি সবার জন্যই ক্যান্সার এর চিকিৎসা খুব সুলভ মূল্যে করা যায়, ক্যানসার মানেই লক্ষ লক্ষ টাকা ব্যয় এই ভুল ধারণা পরিবর্তন করুন, ভারতে যতগুলি ক্যানসার হসপিটাল রয়েছে, TATA_MEMORIAL_HOSPITAL_MUMBAI তার মধ্যে অন্যতম, শুনলে অবাক হবেন পুরো ভারতবর্ষের মোট ক্যানসার রুগীর প্রায় 1/3 ভাগ ক্যানসার রোগী এখান থেকে চিকিৎসা করাচ্ছেন, নিউ ইয়র্ক বা লন্ডন থেকে চিকিৎসায় কোনো অংশে কম যায়না এই হসপিটাল, কিন্তু খরচ বিদেশের প্রায় 1/20 ভাগ, শুধু ভারত নয়, বাংলাদেশ এর প্রচুর রুগী এখানে আসেন, তাছাড়া শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, নাইজেরিয়া, WEST INDIES থেকেও অনেক রুগী আসেন, যাদের নিউ ইয়র্ক, বা লণ্ডন এ চিকিৎসার ক্ষমতা নেই, 


এখন আসি, কি কি পদ্ধতিতে চিকিৎসা হয়,, 

1) PRIVATE- এক্ষেত্রে আপনার খরচ একটু বেশি, পুরোটাই নিজের ব্যয় করে চিকিৎসা করাতে পারবেন, তবু চিকিৎসা ভারতের তথা বিশ্বের সব PRIVATE HOSPITAL এর থেকে যথেষ্ট কম বলা যায়, 


2) GENERAL-- এক্ষেত্রে আপনি খুব কম পয়সায় বিশ্বমানের চিকিৎসা, এবং ওষুধ, সবই পাবেন, শুধু সামান্য সময় বেশি লাগে, কারণ অজস্র রুগীর ভিড় এখানে, তবু আপনি চিকিৎসায় কোনো খামতি পাবেন না, PRIVATE এ যা চিকিৎসা হয় একই  treatment, একই doctor , একই medicine, শুধু central govt subsidy, atomic energy dept এর সাহায্য, এবং tata এর ট্রাস্ট এর সাহায্যের জন্য খরচ খুব কম হয়, 


একটা উদাহরণ দিয়ে বলি, -- একদিনের বেড ভাড়া যদি private এ 3000 টাকা হয়, তো general  এ সেটি 250-300 টাকা মাত্র, 


আবার বলছি general mane আমাদের সরকারি হাসপাতালের কুকুর বিড়াল শুয়ে থাকা room ভাববেন না, প্রতিটি room ই একইরকম পরিষ্কার পরিচ্ছন্ন,, তাছাড়া doctor fees, medicine সবকিছুতেই একই রকম ছাড় আছে, খুব একটা দেরি ও হয়না general এ, সামান্য দেরি, আর সব রুগীর ক্ষেত্রে যে দেরি হবে তার কোনো মানে নেই, critical patient দের খুব শীঘ্র চিকিৎসার ব্যবস্থা আছে, 


3) আপনি যদি general এর খরচ ও চালাতে অক্ষম হন, যদিও খুবই কম খরচ ,,, তবু আপনার চিকিৎসা হবে, সেক্ষেত্রে ব্যাপার টা একটু সময় লাগে, এখানে অজস্র ট্রাস্ট এর মাধ্যমে চিকিৎসা হয়, কোনো কোনো রুগীর থাকা খাওয়া অব্দি ব্যবস্থা করে দেয় ট্রাস্ট গুলো, তবে এই সুবিধা পাওয়ার জন্য সম্ভবত রুগীর BPL CARD থাকতে হয়, এবং ওখানে ডাক্তার এর একটি অনুমতি পত্র পেতে হয়, 


সিদ্ধি বিনায়ক নামে একটি ধর্মীয় ট্রাস্ট, এছাড়া আরো অনেক ধর্মীয় ট্রাস্ট রয়েছে,  টাটার নিজস্ব ট্রাস্ট, ছাড়াও বিভিন্ন শিল্পপতির ও সিনেমা তারকা দের ট্রাস্ট রয়েছে, এগুলো সমন্ধ্যে বিশদ জানা না থাকলেও, প্রয়োজনে আপনি ওখানে যোগযোগ করে সাহায্য পেতে পারেন,,,


এরপর আসি যাতায়াত, দুরন্ত বাদে, মুম্বাই যাওয়ার প্রতিটি ট্রেন এ ক্যানসার patient এর 3 tier ac তে যাতায়াত একদম বিনামূল্যে, সাথে আর একজন attendent এর প্রায় অর্ধেক ভাড়া, এই সুবিধা পাওয়ার জন্য আপনি ওই hospital থেকেই form পাবেন, 


এরপর শেষে একটাই কথা বলবো, এত কিছু সুবিধা থাকার পরেও কিছু মানুষ এখনও বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন দেখে খুবই খারাপ লাগে, পৃথিবীতে এসেছেন, একদিন সবাইকে যেতে হবে, তবু শেষ চেষ্টা টুকু করবেন না কেন??? 


এই পোস্টটি বাস্তব অভিজ্ঞতা থেকে করা, এখনো ক্যানসার রুগীর বাড়ির লোকেদের আতঙ্ক টা সবাই বোঝেনা, আর অন্যান্য জায়গায় খরচ এতটাই যে আপনার জমি বাড়ি সব এক নিমিষে বিক্রি করে দিতে হতে পারে, ভারতবর্ষের মধ্যে এতটা সুবিধা থাকা সত্ত্বেও পৌঁছতে পারেনা অনেকেই, হারিয়ে ফেলেন তাদের স্বজন কে, দয়াকরে টাকার জন্য আপনার স্বজন কে হারিয়ে ফেলবেন না, 


আরো বিশদ জানতে, ফোন করতে পারেন, wp করতে পারেন, এই ব্যাপারে সবসময় পাশে আছি, ভালো থাকুন, ভালো রাখুন, একজন ক্যানসার রুগীকে আরো কিছুদিন পৃথিবীর আলো দেখতে সাহায্য করুন, 😊😊😊😊😊😊 একটু share করে আরো দুটো বন্ধুকে অবগত করুন, হয়তো তার কোনো relative এর আয়ু আরো নাহয় দুবছর বাড়লো, 😊😊😊😊😊😊


সৌজন্যে - 

Rabendu_Bhattacharyya 

Wp_9046738176

No comments