Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ব্রেকিং!! প্রকাশ্যে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধানকে পেট্রল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ, উত্তেজনা খেজুরির গ্রামে

সালিশি সভায় অসন্তোষ। তারই জেরে প্রকাশ্য দিবালোকে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধানকে পেট্রল ঢেলে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। জুম্মাবারের দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খেজুরি বিধানসভার টিকাশী গ্রা…

 






 সালিশি সভায় অসন্তোষ। তারই জেরে প্রকাশ্য দিবালোকে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধানকে পেট্রল ঢেলে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। জুম্মাবারের দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খেজুরি বিধানসভার টিকাশী গ্রাম পঞ্চায়েত এলাকায়।

জখম প্রধানকে উদ্ধার করে চিকিৎসার জন্য হেঁড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত যুবক তেতুলতলা গ্রামের মোহন মাইতিকে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা। খবর পেয়ে হাসপাতালে আসেন এলাকার তৃণমূল নেতৃত্ব থেকে খেজুরি থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকায় উত্তেজনা থাকায় রীতিমতো পুলিশি টহল চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুর ১২টা নাগাদ নিজের বাইকে করে পঞ্চায়েত অফিস আসছিলেন প্রধান গৌরাঙ্গ সাউ।। রাস্তা দিয়ে আসার সময় মোহন মাইতি নামে অভিযুক্ত যুবক হাত দেখিয়ে বাইকটি থামান৷ ওই দিকে যাবে বলে প্রধানের বাইকে উঠে পড়ে ওই যুবক৷ কিছুটা যাওয়ার পর ভক্তেরপুকুরের কাছে আচমকাই বাইক বন্ধ করতে বলে ওই যুবক। ব্যাগে থাকা পেট্রোল বের করে প্রধানের মাথার উপর ঢেলে দেয়। এরপর লাইটার বের করে আগুন লাগানোর চেষ্টা করে ওই যুবক৷ চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে প্রধানকে উদ্ধার করে। গ্রামবাসীরা ওই যুবককে পাকড়াও করে। প্রধানের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাতও করে ওই যুবক৷

চিৎকার শুনে গ্রামবাসীরা ওই যুবকের কাছ থেকে প্রধানকে উদ্ধার করে। তখন ওই যুবক চিৎকার করে বলতে থাকে, ‘‘আমি প্রধানকে জ্যান্ত পুড়িয়ে মারতে চাই। ও সালিশি সভায় বিচারের নামে আমাকে মিথ্যে ফাঁসিয়েছে৷’’ বিশেষ সূত্রে জানা গিয়েছে, খেজুরির তেঁতুলতলা গ্রামের মোহন মাইতি পারিবারিক বিষয় নিয়ে একটি সালিশি সভায় হাজির হয়েছিলেন টিকাশি গ্রাম পঞ্চায়েতে প্রধান গৌরাঙ্গ সাউ। সালিশি সভায় সিদ্ধান্ত কোন মতেই মেনে নিতে পারেনি মোহন মাইতি। সেই আক্রোশের এমন ঘটনা বলে প্রাথমিকভাবে উঠে এসেছে।

চিৎকার শুনে গ্রামবাসীরা ওই যুবকের কাছ থেকে প্রধানকে উদ্ধার করে। তখন ওই যুবক চিৎকার করে বলতে থাকে, ‘‘আমি প্রধানকে জ্যান্ত পুড়িয়ে মারতে চাই। ও সালিশি সভায় বিচারের নামে আমাকে মিথ্যে ফাঁসিয়েছে৷’’ বিশেষ সূত্রে জানা গিয়েছে, খেজুরির তেঁতুলতলা গ্রামের মোহন মাইতি পারিবারিক বিষয় নিয়ে একটি সালিশি সভায় হাজির হয়েছিলেন টিকাশি গ্রাম পঞ্চায়েতে প্রধান গৌরাঙ্গ সাউ। সালিশি সভায় সিদ্ধান্ত কোন মতেই মেনে নিতে পারেনি মোহন মাইতি। সেই আক্রোশের এমন ঘটনা বলে প্রাথমিকভাবে উঠে এসেছে।

No comments