Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শহীদ ক্ষুদিরাম বোস কলেজ অব এডুকেশন আয়োজিত শারদোৎসব উপলক্ষ্যে বস্ত্র বিতরণে বিধায়ক

মায়ের আগমনে উৎসবে  মেতেছে পড়ুয়ারা উজ্জ্বল নীলাকাশে ভেসে বেড়ানো পুঞ্জ পুঞ্জ মেঘের ভেলা জানান দিচ্ছে মায়ের আগমন। মায়ের আগমনে আগমনী উৎসবে মাতলো মহিষাদলের ক্ষুদিরাম বোস কলেজ অফ এডুকেশনের পড়ুয়ারা। সেই সাথে এলাকার শিক্ষক শিক্ষিকা ও গু…

 



মায়ের আগমনে উৎসবে  মেতেছে পড়ুয়ারা উজ্জ্বল নীলাকাশে ভেসে বেড়ানো পুঞ্জ পুঞ্জ মেঘের ভেলা জানান দিচ্ছে মায়ের আগমন। মায়ের আগমনে আগমনী উৎসবে মাতলো মহিষাদলের ক্ষুদিরাম বোস কলেজ অফ এডুকেশনের পড়ুয়ারা। সেই সাথে এলাকার শিক্ষক শিক্ষিকা ও গুনীজনদের সংবর্ধনা দেওয়া হয়। এদিন মহিষাদল বিধানসভা কেন্দ্র থেকে নব নির্বাচিত বিধায়ক তিলক কুমার চক্রবর্তীকেও সংবর্ধনা দেওয়া হয়। দীর্ঘ প্রায় দু বছর ধরে করোনা পরিস্থিতির কারনে পড়ুয়ারা একসাথে মিলিত হতে পারেনি। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় শনিবার চতুর্থীর সকালে  মহিষাদল রাজরামপুরে ক্ষুদিরাম বোস কলেজ অফ এডুকেশনে আগমনী উৎসবের আয়োজন করা হয়।তৎসহ উৎকর্ষ বাংলা" র শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন স্থানীয় বিধায়ক তিলক কুমার চক্রবর্তী আছেন মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি শিউলি দাস, কর্মাধ্যক্ষ মানস কুমার পান্ডা, তরুণ কান্তি মন্ডল, কলেজ সভাপতি শ্রী বিশ্বনাথ দাস, প্রসূন কুমার দাস, রমনী মোহন মাইতি গ্রাম পঞ্চায়েত প্রধান কেশব চন্দ্র মান্না, উপপ্রধান বজেন্দ্র নাথ রায়, রামপদ বেরা, বিষ্ঞুপদ হাজরা,   কলেজ অধ্যক্ষ মদন কুমার নাগ সহ অন্যান্যরা।  এদিন পড়ুয়ার নাছ, গান ও আবৃত্তির মধ্যদিয়ে আগমনীর আনন্দে মেতে ওঠেন।এদিন উৎকর্ষ বাংলার উদ্বোধন করা হয় উপস্থিত অতিথিদের হাত ধরে।



No comments