Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বন্যা এলাকা পরিদর্শন করেন জেলা পরিষদের সদস্য

পূর্ব মেদিনীপুর জেলার বন্যাকবলিত এলাকার বিস্তার ক্রমেই বেড়ে চলেছে। কেলেঘাই নদী বাঁধ মেরামতির কাজ দিনরাত যুদ্ধকালীন গতিতে চলছে। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার অতিবৃষ্টি র জলে সমস্ত নদী জলে টইটম্বুর। জলের চাপে কেলেঘাই নদীবাঁধ মে…

 



পূর্ব মেদিনীপুর জেলার বন্যাকবলিত এলাকার বিস্তার ক্রমেই বেড়ে চলেছে। কেলেঘাই নদী বাঁধ মেরামতির কাজ দিনরাত যুদ্ধকালীন গতিতে চলছে। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার অতিবৃষ্টি র জলে সমস্ত নদী জলে টইটম্বুর। জলের চাপে কেলেঘাই নদীবাঁধ মেরামতীর কাজ ব্যহত হচ্ছে। বাঁধভাঙা নদীর জলের পাশাপাশি অতিবৃষ্টি র জমাজলে পরিস্থিতি উন্নতির লক্ষ্মণ নেই। পটাশপুর-১ ও ২,ভগবানপুর-১ ও ২ ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার পর ভেসে যাওয়া জলের স্রোতে খেজুরী-১ ব্লকের কলিয়াচক,বিক্রমনগর,ঠাকুরনগর প্রভৃতি মৌজা নতুন করে জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তাঘাট,ঘরবাড়ি, বাজার,ধানের জমি সবই জলের তলায়। স্হানীয় জেলা পরিষদ সদস্য বিমান নায়ক নতুন করে জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন জেলাশাসক কে খেজুরী-১ ব্লকের নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার বিষয়ে সবিস্তারে জানিয়ে পর্যাপ্ত ত্রাণসামগ্রী বরাদ্দ করা সহ জমাজল নিষ্কাশনের জন্য কার্যকরী ব্যবস্হা গ্রহণের অাবেদন জানিয়েছেন।

No comments