Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুক উপর সংশোধনাগারে পুজোর পাঁচদিন মহাভোজে কাটবে বন্দীদের

মহাষষ্ঠী থেকে পুজোর পাঁচদিনে তমলুক উপসংশোধনাগারে বন্দিদের জন্য বিশেষ মেনুর আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। তালিকায় ফ্রায়েড রাইস থেকে চিকেন কষা, খাসির মাংস থেকে চিঁড়ের পোলাও সহ নানারকম আকর্ষণীয় পদ থাকছে। এছাড়াও সংশোধনাগারে বন্দিদের জন…

 





মহাষষ্ঠী থেকে পুজোর পাঁচদিনে তমলুক উপসংশোধনাগারে বন্দিদের জন্য বিশেষ মেনুর আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। তালিকায় ফ্রায়েড রাইস থেকে চিকেন কষা, খাসির মাংস থেকে চিঁড়ের পোলাও সহ নানারকম আকর্ষণীয় পদ থাকছে। এছাড়াও সংশোধনাগারে বন্দিদের জন্য ইন্ডোর গেমসের আয়োজন করা হয়েছে। পুরুষদের জন্য ক্যারাম, লুডো, তাস ও দাবা প্রতিযোগিতা আছে। মহিলাদের জন্য লুডো এবং মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা রয়েছে। বিজয়া দশমীতে প্রতিযোগিতা হবে এবং সেদিন সফলদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে, এই মুহূর্তে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট বন্দি সংখ্যা ১৩৫। মহাষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ব্রেকফাস্ট, দুপুরের খাবার এবং রাতের খাবারে রুটিন বদল হচ্ছে। শনিবার সংশোধনাগারে পুজোর পাঁচদিনের বিশেষ মেনুর লিস্ট চূড়ান্ত হয়েছে। সেই তালিকা অনুযায়ী মহাষষ্ঠীর দিন সকালে ব্রেকফাস্ট হিসেবে ডিম, কলা ও পাউরুটি দেওয়া হবে। দুপুরে ভাত, মাছের কালিয়া, বাঁধাকপির তরকারি, ডাল ও চাটনি থাকবে। রাতে ভাত, রুটি, ডাল এবং সব্জি থাকবে। মহাসপ্তমীর দিন সকালে মুড়ি-ঘুগনি থাকছে। দুপুরে মেনু তালিকায় থাকছে ভাত, ডাল, সব্জি, চারাপোনা, চাটনি, পাপড় এবং মিষ্টি। মহাষ্টমীর সকালে ব্রেকফাস্ট তালিকায় থাকছে লুচি ও চানামশলা। দুপুরে খিচুড়ি, আলুর দম, বেগুনি ও চাটনি। নবমীর সকালে সংশোধনাগারে বন্দিদের কেক, কলা ও মিষ্টি পরিবেশন করা হবে। দুপুরে থাকছে ফ্রায়েড রাইস, চিকেন কষা, ফুলকপির রোস্ট, চাটনি ও পাঁপড়। দশমীর সকালে চিঁড়ের পোলাও দেওয়া হবে। দুপুরে ভাত, ডাল, সব্জি, খাসির মাংস, চাটনি ও মিষ্টি দেওয়া হবে।চতুর্থী থেকেই পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন পুজো মণ্ডপ উদ্বোধন শুরু হয়ে গিয়েছে। দুর্গাপুজোর সময় সংশোধনাগারে চার দেওয়ালের মধ্যে বন্দিদের পরিবারের লোকজনের কথা মনে পড়ে। এইসময় নিজের পরিবারের লোকজনের কথা ভেবে তাদের মন খারাপ হয়। বন্দিরা যাতে নিজেদের মতো করে পুজোর চার-পাঁচটি দিন কারাগারের ভিতরেই কাটাতে পারে সেজন্য ইনডোর গেমস, বিশেষ মেনু চার্ট বানানো হয়েছে। তমলুক উপ সংশোধনাগারে কালীপুজো হয়। সেসময় নানারকম অনুষ্ঠান হয়। দুর্গাপুজোর সময় শুধুমাত্র নিজেদের মধ্যে খেলাধূলা এবং সারা বছরের নির্দিষ্ট রুটিন বদলে স্বাদ বদলের বিশেষ ব্যবস্থা করা হয়। এদিন সংশোধনাগারে পুজোর পাঁচদিনের ওই মেনু তালিকা চূড়ান্ত করার পর সেটি তমলুক মহকুমা শাসকের কাছে পাঠানো হয়। তালিকা মঞ্জুর হয়ে গিয়েছে বলে সংশোধনাগার সূত্রে জানা গিয়েছে।

No comments