Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দীপাবলীর আগে পর্যন্ত ফের জেলেই রাত কাটবে শ্যামাপ্রসাদের

পুজোর আগে জামিন মেলেনি৷ পরেও মিলল না৷ দীপাবলীর আগে পর্যন্ত ফের জেল হেফাজতেই রাত কাটাতে হবে টেণ্ডার দুর্ণীতি মামলায় প্রধান অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিষ্ণুপুর পুররসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ অন্…

 



 


পুজোর আগে জামিন মেলেনি৷ পরেও মিলল না৷ দীপাবলীর আগে পর্যন্ত ফের জেল হেফাজতেই রাত কাটাতে হবে টেণ্ডার দুর্ণীতি মামলায় প্রধান অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বিষ্ণুপুর পুররসভার প্রাক্তন চেয়ারম্যান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ অন্য দুই অভিযুক্তকে৷ পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার অভিযুক্তদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন।


প্রসঙ্গত, এক কোটির টেণ্ডার দুর্ণীতি কাণ্ডে গত ২২ অগাস্ট গ্রেফতার হন বিষ্ণুপুরের একদা ‘বেতাজ বাদশা’ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়৷ দু’দফা পুলিশি হেফাজত শেষে গত ২৯ অগাস্ট তাঁকে ১১ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বিষ্ণুপুর মহকুমা আদালত। এর মধ্যেই গত ২৫ আগষ্ট ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বিষ্ণুপুর পুররসভার প্রাক্তন ওভারসিয়র দিলীপ গরাই ও শ্যাম ঘনিষ্ট রামশঙ্কর মহান্তী ওরফে খোকনকে ২৮ আগষ্ট পুলিশ গ্রেফতার করে পুলিশ৷


আদালতের পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী এদিন মূল অভিযুক্ত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ অন্য দুই সহযোগী দিলীপ গরাই ও রামশঙ্কর মহান্তী ওরফে খোকনকে ফের পুলিশ আদালতে তোলে। সেখানেই ফের জামিন নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক৷

সরকারি আইনজীবি ইন্দ্রনারায়ণ বিশ্বাস এদিন এবিষয়ে বলেন, ‘‘তদন্তকারী পুলিশ আধিকারিকের আবেদনের ভিত্তিতে বিষ্ণুপুর অ্যাডিশ্যানাল ডিস্ট্রিক্ট কোর্টে এই মামলা স্থানান্তরিত করেছেন। এবার ওই আদালতে এই মামলা চলবে বলে তিনি জানান।

No comments