Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল(পূর্ত) শেখ আজগর আলির বাড়িতে সাতসকালে আয়কর দপ্তরের হানা

জেলা তৃৃণমূ কংগ্রেস সভাপতি দেবপ্রসাদ মন্ডলের সাথে সফল ব্যবসায়ী সেখ মজাফফর।।
হলদিয়া পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল(পূর্ত) শেখ আজগর আলির বাড়িতে আজ, বুধবার সাতসকালে আয়কর দপ্তরের হানা। এদিন সকাল ৭টা নাগাদ তৃণমূল নেতা তথা কাউন্সিলর আজ…

 


জেলা তৃৃণমূ কংগ্রেস সভাপতি দেবপ্রসাদ মন্ডলের সাথে সফল ব্যবসায়ী সেখ মজাফফর।।

       
হলদিয়া পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল(পূর্ত) শেখ আজগর আলির বাড়িতে আজ, বুধবার সাতসকালে আয়কর দপ্তরের হানা। এদিন সকাল ৭টা নাগাদ তৃণমূল নেতা তথা কাউন্সিলর আজগর আলির বাড়িতে আয়কর দপ্তরের হানাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পাশাপাশি এঘটনায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের মধ্যে। এদিন ৬টি গাড়ির কনভয়ে আয়কর দপ্তরের ১২ সদস্যের একটি দল কাউন্সিলের বাড়িতে পৌঁছয়।

বিজ্ঞাপন



 তৃণমূল কাউন্সিলর একই সঙ্গে বড় ব্যবসায়ীও। তাঁর বাবা প্রাক্তন কাউন্সিলর শেক মজফ্ফরও ব্যবসায়ী। পিতা পুত্র দু'জনেই রাজনীতির সঙ্গে যুক্ত। হলদিয়া বন্দরে তাঁদের সংস্থা কার্গো হ্যান্ডেলিংয়ে সঙ্গে যুক্ত। বন্দরের পাশাপাশি তাঁদের লজিস্টিক্স ও ট্রান্সপোর্টের ব্যবসা রয়েছে।  কিছুদিন আগেই ওই বন্দরে কর্মরত ওই সংস্থার বিরুদ্ধে কয়েক বছর ধরে পিএফ ও ইএসআইয়ের টাকা জমা না দেওয়ার অভিযোগ এনেছিলেন শ্রমিকরা। এদিন আয়কর দপ্তর হানার সময় বাড়িতে কেউই ছিলেন না মজফ্ফরবাবু বা আজগর আলি। পরে খবর পেয়ে বাড়ির আসেন মজফ্ফরবাবু।


তাঁকে আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করেন বলে জানা গিয়েছে। বিধানসভা নির্বাচনের আগে মজফ্ফরবাবু বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিছুদিন আগে তিনি ফের তৃণমূলে আসার জন্য যোগাযোগ করেন। রাজনৈতিক মহলের মতে, পিতা পুত্রকে চাপে রাখতেই বিজেপি কলকাঠি নেড়েছে। এই ঘটনা বিজেপির রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে দাবি তৃণমূলের। অন্যদিকে, বিজেপি একে প্রশাসনিক কাজকর্ম বলে এড়িয়ে গিয়েছে।

No comments