Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জোলায় ১৬ টি হাই মাদ্রাসা ও ২ টে সিনিয়র মাদ্রাসার মেরামতী বাবদ প্রায় ৩২ লক্ষ টাকা বরাদ্দ

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাদ্রাসা শিক্ষা দপ্তর রাজ্যের  ৬১৪ টি হাই মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসার মেরামতী র জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করেছেন। জোলায় ১৬ টি হাই মাদ্রাসা ও ২ টে সিনিয়র মাদ্রাসার মেরামতী বাবদ প্রায়  ৩২ লক্ষ টাকা বরাদ্দ হয়…

 




পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাদ্রাসা শিক্ষা দপ্তর রাজ্যের  ৬১৪ টি হাই মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসার মেরামতী র জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করেছেন। জোলায় ১৬ টি হাই মাদ্রাসা ও ২ টে সিনিয়র মাদ্রাসার মেরামতী বাবদ প্রায়  ৩২ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে রাজ্যের ৬৪৬৮ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ ১০৯ কোটি টাকা। জেলার ৪২৭ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য ৯ কোটি ৯০ হাজার ৮৮০ টাকা বরাদ্দ হয়েছে। পূজার ছুটির পরে বিদ্যালয়ের পঠনপাঠন প্রক্রিয়া চালু করার লক্ষে রাজ্য সরকারের বলিষ্ঠ পদক্ষেপ বলে জানান প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন। সেই সাথে প্রাথমিক বিদ্যালয়,শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, মাদ্রাসা শিক্ষা কেন্দ্র, উচ্চ প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা সমুহকেও অর্থ বরাদ্দ মঞ্জুর করার জন্য রাজ্য সরকারের শিক্ষা মন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসু ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী গোলাম রাব্বানী কে ই-মেইল বার্তা পাঠিয়ে অাবেদন জানিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। পূর্ব মেদিনীপুর জেলার বন্যা কবলিত এলাকায় সমস্ত ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের মেরামতি ও শৌচাগার সংষ্কারের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করার অাবেদনও জানান প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন।

No comments