Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খো খো খেলা বাংলা দলের অধিনায়ক হলদিয়ার মুর্তাজা আলী

সদ্য সমাপ্ত হওয়া ৪০ তম জাতীয় জুনিয়র খো খো প্রতিযোগিতা  সমাপ্ত হলো ২২ থেকে ২৬ সেপ্টেম্বর ওড়িশার ভুবনেশ্বরে কিট ইউনিভার্সিটি ইন্ডোর গ্রাউন্ডে ।  পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সেরা খেলোয়াড় দের নিয়ে গড়া  পশ্চিমবাংলার জাতীয় দল। …

 





সদ্য সমাপ্ত হওয়া ৪০ তম জাতীয় জুনিয়র খো খো প্রতিযোগিতা  সমাপ্ত হলো ২২ থেকে ২৬ সেপ্টেম্বর ওড়িশার ভুবনেশ্বরে কিট ইউনিভার্সিটি ইন্ডোর গ্রাউন্ডে ।  পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সেরা খেলোয়াড় দের নিয়ে গড়া  পশ্চিমবাংলার জাতীয় দল। এবছর সর্বভারতীয় স্তরে জাতীয় পর্যায়ে বাংলা তৃতীয় স্থান অর্জন করেছে । বাংলার ছেলেদের দলের অধিনায়ক  হলদিয়া শহরের সুতাহাটা ব্লকের দুর্বাবেড়িয়ার ভূমিপুত্র মুর্তাজা আলী।


পূর্ব শ্রীকৃষ্ণ পুর বি.টি.এম বিদ্যাপীঠ হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র এবং পূর্ব শ্রীকৃষ্ণ পুর খো খো একাডেমীতে ২০১৩ সাল থেকে নিয়মিত অনুশীলন করছে। তিনি ক্ষোভের সাথে বলেন আমাদের হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলার বহু খেলোয়াড় প্রতিভা লুকিয়ে রয়েছে তারা ন্যাশনাল ইন্টার্নেশনাল বিভিন্ন বিভাগে খেলাধুলা করেন কিন্তু খেলাধুলোর প্রশিক্ষণ মাঠ আমাদের খুব দরকার।



যদিও হলদিয়া একটি আন্তর্জাতিক স্টেডিয়াম গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে ছিল। কিন্তু অদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। আমি স্থানীয় প্রশাসনের কাছে অনুরোধ করবো ওই স্টেডিয়াম যত শীঘ্র সম্ভব তৈরি করা হোক তাহলে হলদিয়া সুতাহাটা বিভিন্ন এলাকার মানুষ ওখানে গিয়ে বিভিন্ন বিভাগে খেলাধুলোর প্রশিক্ষণ নিতে পারবে। তাতে খেলাধুলোর মান উন্নত হবে বলে আমি মনে করি। তবে হলদিয়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান দেব প্রসাদ মন্ডল বললেন হলদিয়া পৌরসভার উদ্যোগে হলদিয়া স্টেডিয়াম তৈরি হওয়া উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন পৌরবোর্ড। কিন্তু কোন এক  অজ্ঞাত কারণে আটকে গিয়েছিল আমরা প্রসেস করছি এবং বর্তমান চেয়ারম্যান কাছে আমার অনুরোধ করব যত শীঘ্র সম্ভব স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে রূপ দেওয়ার জন্য। হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর তথা ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজগর আলী পল্টু  তিনি খেলাধুলোর প্রতিভা পণ্য তিনি যদিও বাইরে কার রেসিং আছেন। তবে উনি হলদিয়া মুর্তাজাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনিও বললেন যত শীঘ্র সম্ভব  বাড় ঘাসিপুর স্টেডিয়াম কাজ শেষ করা হোক। যদিও পৌর সভা  বাজেটের  অর্থ  ধরা হয়েছে কিছুটা  কাজ হয়েছে। তবে আগামী দিনে পূর্ণাঙ্গ স্টেডিয়াম তৈরি হলে  হলদিয়া বহু প্রতিভা ছেলেমেয়েরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারে।

No comments