Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কালিকা কুন্ডু গ্রামের বাসিন্দা জেসমিন বিবি এবং সাবিনা বিবির হাতে স্বাস্থ্য সাথী কার্ড তুলে দিচ্ছেন লক্ষা 2 নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুদর্শন মাইতি

পরিবারের সদস্যদের  স্বাস্থ্য সাথী কার্ড-- এ  নাম তোলার জন্য সকাল থেকেই ভিড়  লক্ষা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে। আজকে অর্থাৎ  ৩১ অক্টোবর ২০২১ রবিবার সকাল থেকেই গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলারা উপস্থিত হয়েছেন ।
তাদের পরি…

 




 পরিবারের সদস্যদের  স্বাস্থ্য সাথী কার্ড-- এ  নাম তোলার জন্য সকাল থেকেই ভিড়  লক্ষা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিস প্রাঙ্গণে। আজকে অর্থাৎ  ৩১ অক্টোবর ২০২১ রবিবার সকাল থেকেই গ্রাম পঞ্চায়েত এলাকার মহিলারা উপস্থিত হয়েছেন ।


তাদের পরিবারের সদস্যদের নিয়ে স্বাস্থ্য সাথী কার্ড- এ নাম তুলে কার্ডটি  হাতে নিয়ে যাবার জন্য। কালিকা কুন্ডু গ্রামের বাসিন্দা জেসমিন বিবি এবং সাবিনা বিবি জানান আজকে সকাল থেকে পরিবারের সদস্যদের নিয়ে উপস্থিত ছিলাম স্বাস্থ্য সাথী কার্ড এ নাম তোলার জন্য। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুদর্শন মাইতি আমাদের হাতে স্বাস্থ্য সাথীটি কার্ড দিয়ে তুলে দেন । আমরা প্রথমে বুঝতে পারি না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে প্রত্যন্ত গ্রাম বাংলার মায়েদের জন্য স্বাস্থ্য সাথী কার্ড যে চিকিৎসার সুবিধাজনক ব্যবস্থা  করেছেন।

জেসমিন বিবি আর ও জানান স্বাস্থ্য সাথী কার্ড-- এর যে এত   গুরুত্ব । তা আমরা প্রথমে বুঝতে পারি না ।তাই এবারে ভুল না করেই স্বাস্থ্য সাথী কার্ড নাম তুলেআজকে হাতে পেয়েছি।আমাদের পরিবার খুবই খুশি এবং আনন্দিত । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে আমাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে যে চিকিৎসার সুব্যবস্থা রয়েছে । তার জন্য উনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

No comments