Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৪৩ তম বার্ষিক হাওড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠা দিবস পালন

ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/fYlH9RBkQek
 চামেলী ভট্টাচার্য্যঃ হাওড়া প্রেসক্লাবের উদ্যোগে বিগত দিনের সদস্যদের সংবর্ধনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাওড়া প্রেসক্লাব দেখতে দেখতে প্রায় ৪৩ তম বর্ষে পড়ল।  এই প্রেসকাবের বর…

 



ভিডিও দেখতে ক্লিক করুন।https://youtu.be/fYlH9RBkQek


 চামেলী ভট্টাচার্য্যঃ হাওড়া প্রেসক্লাবের উদ্যোগে বিগত দিনের সদস্যদের সংবর্ধনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাওড়া প্রেসক্লাব দেখতে দেখতে প্রায় ৪৩ তম বর্ষে পড়ল।  এই প্রেসকাবের বর্তমান সম্পাদক সুজিত কুমার পাল এবং সভাপতি শৈলেশ্বর পান্ডা জানালেন বিগত দিনে প্রতিষ্ঠাতা এবং সদস্যদের আজকের বিশেষ সম্বর্ধনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান হয় মারিয়াস ডে স্কুলে ,১১ /৬ জি টি রোড, হাওড়া -১


৮  সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবসে বুধবার বিকাল ৪ ঘটিকায় সভা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ সুজয় রায়। বিশিষ্ট সাংবাদিক রথীন্দ্র মোহন বন্দ্যোপাধ্যায়,হরিজন সেবক সংঘের সভাপতি শংকর কুমার সান্য,হাওড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা শ্রী তাপস কুমার কুণ্ডু, ক্লাবের সভাপতি শৈলেশ্বর পান্ডা ও সম্পাদক সুজিত কুমার পাল প্রমুখ  ।


মঞ্চে অতিথিদের ব্যাচ মেমেন্টো ফুলের স্তবক দিয়ে সম্মান জানানো হয়। পঞ্চানন ঘোষাল মঞ্চে হাতে আগুন দিয়ে ম্যাজিক দেখালেন তাতে হাত পড়লো না । চামেলী ভট্টাচার্য্য নিজের হাতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেখালেন হাত পড়লো না এমন  ই ম্যাজিক গুরু পঞ্চানন ঘোষালের কাছে একই মঞ্চে শিখে । সমবেত সংগীত পরিবেশন করেন স্বপ্না  দও সহ তাদের গ্রুপ । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান ডাঃ সুজয় চক্রবর্তী, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সমাপ্তি দত্ত, শিক্ষাবিদ অমিতাভ দত্ত, হরিজন সেবক সংঘের সর্বভারতীয় সভাপতি ডঃ শঙ্কর সান‍্যাল, সাংবাদিক রথীন্দ্রমোহন বন্দ‍্যোপাধ‍্যায়কে।
ন'জন পুরোনো সদস‍্যকে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

সুর্পনা পাল সংগীত পরিবেশন করেন । সঞ্চালনায় ছিলেন প্রশান্ত বিশ্বাস ও সুমন গাঙ্গুলী ।সভায় সভাপতিত্ব করেন হাওড়া প্রেসক্লাবের সভাপতি  শৈলেশ্বর পন্ডা


No comments