Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শিক্ষক দিবস উদযাপন

শিক্ষক দিবস ও শিক্ষক সমাজের দায়িত্ব--- কর্তব্য । আজ ৫ সেপ্টেম্বর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধা কৃষ্ণনের জন্মদিন । দিনটি জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালিত হয় । শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন --সহ তাদের অবদান স্মরণ ক…

 





শিক্ষক দিবস ও শিক্ষক সমাজের দায়িত্ব--- কর্তব্য । আজ ৫ সেপ্টেম্বর ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধা কৃষ্ণনের জন্মদিন । দিনটি জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালিত হয় । শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিবেদন --সহ তাদের অবদান স্মরণ করার জন্য ছাত্র ছাত্রীরা এই দিনটি উদযাপন করে । শিক্ষক দিবসের প্রাক্কালে প্রথমেই প্রশ্ন জাগে , নানা ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠা লাভের পিছনে  কাদের অবদান সবথেকে বেশি ? কোন ও সংশয় নেই যে বাবা-মায়েরা আমাদের সমস্ত প্রয়োজন কষ্ট করে হলেও মিটিয়ে থাকেন । কোন ও বাবা মা কে দেখা গেছে তাদের ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে লোকের বাড়িতে কাজের মেয়ে হিসেবে কাজ করতে হচ্ছে । সমাজের বিভিন্ন মানুষের কাছে ভিক্ষা করে ও তাদের ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে চলেছেন । কিন্তু আমাদের চোখ খুলে দেওয়ার   মূল  কাজটা করেন শিক্ষকরা । শিক্ষকরা আমাদের দৃষ্টিভঙ্গি গড়ে দেন   --- যা দিয়ে আমরা সারা পৃথিবী কে দেখি, জীবনের মূল্যায়ন ও দার্শনিক নীতি নির্ধারণ করি  । তারাই আমাদের শিক্ষাগুরু। শিক্ষক দিবস নিয়ে লিখতে গিয়ে আমার স্কুল জীবনের একটা ছোট্ট ঘটনার কথা খুব মনে পড়ে যাচ্ছে । যারা দারিদ্র্য --  সহ নানা কারণে প্রাইভেট টিউশন নিতে পারে না তাদের অবহেলা করেন বহু শিক্ষক । এটা কখন   ওই কাম্য নয় । এমন আচরনের মধযে দিয়ে ওই শিক্ষকরা তাহলে দু'ধরনের পড়ুয়ার মধ্যে মধ যে   বৈষম য সৃষ্টি করছেন । এটা একজন আদর্শ শিক্ষকের আচরণের পরিপন্থী । আজ শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের কাছ থেকে শ্রদ্ধা , ভালোবাসা আশা করবেন  । তবে তার আগে ভাবতে হবে ,  ছাত্র-ছাত্রীদের কিভাবে তৈরি করলে তারা আমাদের শ্রদ্ধার আসনে বসাতে পারবে । আজ ছাড়া  জেলা জুড়ে পালিত হচ্ছে শিক্ষক দিবস । মহিষাদল পঞ্চায়েত সমিতির সতীশ সামন্ত হলঘরে  ব্লকের বিভিন্ন স্কুলের শিক্ষকদের উপস্থিতিতে শ্রদ্ধার সঙ্গে শিক্ষক দিবস পালিত হয় । উপস্থিত শিক্ষকদের হাতে একটি করে কলম এবং গোলাপ ফুল দিয়ে শ্রদ্ধার সঙ্গে শুভেচ্ছা জানায় মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস । মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেস  কার্যালয়ে আমন্ত্রিত  বিভিন্ন শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষক দিবস পালিত হয় । বলে জানিয়েছেন মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী শিউলি দাস ।

No comments