এগরা পৌরসভার ১৪ নং ওয়ার্ডের ক্লাব ননস্টপের আয়োজনে সপ্তম বর্ষীয় সার্বজনীন গণেশ পুজা মন্ডপের উদ্বোধন করেন তৃনমূল কংগ্রেস নেতা সুপ্রকাশ গিরি ও প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শ…
এগরা পৌরসভার ১৪ নং ওয়ার্ডের ক্লাব ননস্টপের আয়োজনে সপ্তম বর্ষীয় সার্বজনীন গণেশ পুজা মন্ডপের উদ্বোধন করেন তৃনমূল কংগ্রেস নেতা সুপ্রকাশ গিরি ও প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি শঙ্কর পাত্র।স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের যুগ্ম সম্পাদক দীপঙ্কর মাইতি ও শ্রীমন্ত পণ্ডা,সমাজসেবী কৌস্তুভ দাস,রামেশ্বর জানা,তাপস পন্ডা,তোতন পাত্র, সন্তোষ মাইতি,সুজিত মাইডি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে খাতা,কলম,পেন্সিল সহ বিভিন্ন শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়। সুপ্রকাশ গিরি কোভিড বিধি মেনে অানন্দ উৎসবে সবাইকে সামিল হওয়ার অাহ্বান জানান। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে অাসন্ন উৎসব মরশুমে সকলকে অংশগ্রহণের অাবেদন জানান। ধর্মান্ধতা নয় ধর্ম হয়ে উঠুক মানুষে মানুষে মেলবন্ধনের সেতু বলে অভিমত প্রকাশ করেন মামুদ হোসেন।
No comments