Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আরশোলা- জয়শ্রী কর

*                 
আরশোলারা চরে বেড়ায় উড়তেও বেশ পারে  পড়ে থাকা খাবার দিয়ে ভোজন ওরা সারে।             ধারাল নখ করাত পায়ে               বিকট গন্ধ সারা গায়েতাড়ালেও আসবে আবার জ্বালায় বারে বারে। আড়ালে-আবডালে ওরা আরামে বেশ থাকে গায়ের গ…

 





*                 


আরশোলারা চরে বেড়ায় উড়তেও বেশ পারে

  পড়ে থাকা খাবার দিয়ে ভোজন ওরা সারে।

             ধারাল নখ করাত পায়ে 

              বিকট গন্ধ সারা গায়ে

তাড়ালেও আসবে আবার জ্বালায় বারে বারে।

 আড়ালে-আবডালে ওরা আরামে বেশ থাকে

 গায়ের গন্ধ সয় না মোটে যখন আসে নাকে।

             সূক্ষ্ম নখে কাটে কাপড়

            ঘুরে বেড়ায় বাহির ও ঘর

শুঁড়ই ওদের খবরদাতা পড়ে না তাই পাকে।

   সেয়ানা বেশ, বেরোয় ওরা রাতের অন্ধকারে

আরশোলারা চরে বেড়ায় উড়তেও বেশ পারে।

No comments