Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভ্যাকসিন সেন্টার পরিদর্শন

কাঁথি লায়ন্স ক্লাবের ভ্যাকসিনেশন সেন্টার পরিদর্শন করলেন কাঁথি পৌরসভার ডেপুটি চেয়ারপারসন  দেবাশীষ পাহাড়ী।নন্দীগ্রাম ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির সহায়তায় কাঁথি পৌরসভার ইউপিএইচসি ২ এর তত্ত্বাবধানে গত ১০ এপ্রি…

 




কাঁথি লায়ন্স ক্লাবের ভ্যাকসিনেশন সেন্টার পরিদর্শন করলেন কাঁথি পৌরসভার ডেপুটি চেয়ারপারসন  দেবাশীষ পাহাড়ী।

নন্দীগ্রাম ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির সহায়তায় কাঁথি পৌরসভার ইউপিএইচসি ২ এর তত্ত্বাবধানে গত ১০ এপ্রিল থেকে  কাঁথি লায়ন্স ক্লাব অব কন্টাই কোভিড ভ্যাকসিনেশন সেন্টার পরিচালনা করছে। বর্তমানে কাঁথি পৌর এলাকার দারুয়ার রহমনিয়া প্রাথমিক বিদ্যালয়ে চলছে এই ভ্যাকসিনেশন সেন্টার । লায়ন্স ক্লাব কন্টাই দারুয়ার সহযোগিতায় এই সেন্টার চলছে গত প্রায় এক মাস ধরে  ।

সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকায় ভ্যাকসিনেশন কেমন চলছে তা সরেজমিনে খতিয়ে দেখতে এদিন আচমকা রহমানিয়া প্রাথমিক বিদ্যালয়ে হাজির হন কাঁথি পৌরসভার ডেপুটি চেয়ারপারসন  দেবাশিস পাহাড়ি  ।তিনি ভ্যাকসিনেশন কেমন চলছে সে বিষয়ে খুঁটিনাটি খোঁজখবর নেন ।কথা বলেন ভ্যাকসিন নিতে আসা মানুষ এবং সেন্টারের স্বাস্থ্যকর্মীদের সাথে। 

কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র জানিয়েছেন ভ্যাকসিন সেন্টার ঘুরে দেখার পর  সন্তোষ প্রকাশ করেছেন ডেপুটি চেয়ারপারসন  ।পৌরসভার পূর্বাঞ্চলের সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকায় গুরুত্বসহকারে ও যত্নসহকারে টিকা প্রদানের কাজ করার জন্য কাঁথি লায়ন্স ক্লাব  ও দারুয়া লায়ন্স ক্লাবকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন বলেও জানান সুস্মিত মিশ্র

No comments