Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া শিল্পাঞ্চল বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, বানভাসি মানুষের হাতে খাদ্য তুলে দিলেন এইচডি এ ভাইস চেয়ারম্যান সাধন জানা

হলদিয়া বন্দরে কয়েক টি  বার্থে জলে ডুবে থাকায় কাজ ব্যাহত । শিল্পনগরী হলদিয়াতে মঙ্গলবার রাত প্রবল বৃষ্টি হয়েছে যার জন্য হলদিয়া পৌর এলাকায় বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন, হলদিয়া বন্দরে ভিতরে বিভিন্ন বার্থে জলমগ্ন হয়ে রয়েছে। 
বুধবা…

 





হলদিয়া বন্দরে কয়েক টি  বার্থে জলে ডুবে থাকায় কাজ ব্যাহত । শিল্পনগরী হলদিয়াতে মঙ্গলবার রাত প্রবল বৃষ্টি হয়েছে যার জন্য হলদিয়া পৌর এলাকায় বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন, হলদিয়া বন্দরে ভিতরে বিভিন্ন বার্থে জলমগ্ন হয়ে রয়েছে। 


বুধবার  সকাল থেকেও শুরু হয়েছে মুহুরর্মুহুর বৃষ্টি । হলদিয়ার পৌরসভার বিভিন্ন এলাকা ডুবে রয়েছে ।

হলদিয়া পৌরসভার ১৩,১৪,১৫,১৭  এবং ২৬ নম্বর ওয়ার্ড জলমগ্ন। ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর (স্বাস্থ্য বিভাগ) আজিজুল রহমান বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন।

মা মাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে বেশ কয়েকটি জায়গায় ত্রান শিবির খোলা হয়েছে। হলদিয়া উন্নয়ন পর্ষদ এর ভাইস চেয়ারম্যান সাধন জানা হলদিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ত্রান শিবিরে গিয়ে নিজে হাতে এলাকার মানুষের খাদ্য তুলে দিলেন।

শিল্প শহরের বেশকিছু আবাসনের রাস্তাঘাট জলে ডুবে রয়েছে ।

হলদিয়া বন্দর এর বিভিন্ন বার্থ জলে ডুবে  থাকায় কাজের সমস্যা হচ্ছে। যার ফলে মাল ওঠানামায় জাহাজে কাজের ব্যাঘাত ঘটেছে ।  আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী “গুলাবের” প্রভাব সরাসরি বাংলায় না পড়লেও ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উপকূলীয় এলাকায় জেলা গুলিতে। রাতভোর  বৃষ্টি হয়েছে । আবহাওয়া দপ্তর এর রিপোর্ট অনুযায়ী বুধবার দিনভর বৃষ্টি হবে। হলদিয়া উপকূল রক্ষী বাহিনী প্রস্তুত সমস্ত কিছু মোকাবেলায়। গোলাবের সেভাবে প্রভাব না পড়লেও, নিম্নচাপের ফলে ভারী বৃষ্টি চলছে দিন ভোর। যার ফলে বিভিন্ন প্রতিষ্ঠানে অফিস-আদালতে ভিড় নেই বললেই চলে।

No comments