Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বন্যা দূর্গতদের হাতে রান্না করা খাওয়ার তুলে দিল পঁচেট জুয়েল স্টার ক্লাব

প্রবল বৃষ্টির মধ্যেও বন্যা দূর্গতদের হাতে রান্না করা খাওয়ার সাধারণ মানুষের তুলে দিল পঁচেট জুয়েল স্টার ক্লাব. বন্যা পরিস্থিতি পর অনেক দিন কাটলেও এখোনো জল যন্ত্রণায় ভুগছে পটাশপুরের মানুষ ঘরের মধ্যে জমে রয়েছে জল। অনেকেই আশ্রয় নিয়েছে…

 




প্রবল বৃষ্টির মধ্যেও বন্যা দূর্গতদের হাতে রান্না করা খাওয়ার সাধারণ মানুষের তুলে দিল পঁচেট জুয়েল স্টার ক্লাব. বন্যা পরিস্থিতি পর অনেক দিন কাটলেও এখোনো জল যন্ত্রণায় ভুগছে পটাশপুরের মানুষ ঘরের মধ্যে জমে রয়েছে জল। অনেকেই আশ্রয় নিয়েছে ত্রান শিবিরে অনেক আবার আশ্রয় নিয়েছেন বাড়ির কাছে কোনো  উচু বাড়িতে। এই অবস্থায় সাধারণ সাধারণ মানুষের জন্য রান্না করা খাওয়ারে ব্যবস্থা করলো পঁচেট জুয়েল ক্লাবের পক্ষ থেকে। এই দিন পটাশপুর ২ নং ব্লকের ধুসুর্দা, কাসিমপুর ও সিরামপুর গ্রামের বন্যায় দূর্গত মানুষের জন্য রান্না করা খাওয়ার তুলে দেওয়া হয়। প্রবল বৃষ্টির মধ্যেও বৃষ্টি উপেক্ষা করা রান্না করা খাওয়ার নিতে ভিড় জমান কয়েক হাজার মানুষ। এই পঁচেট জুয়েল স্টার ক্লাবের পক্ষ থেকে ধুসুর্দা এলাকায় রান্না করে এই সমস্ত মানুষের হাতে দুপুরে আহার তুলে দেন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পঁচেট জুয়েল স্টার ক্লাবের সম্পাদক সৈকত মাইতি. সদস্য শানু পাত্র, সদস্য সৃষ্টিধর সাউ, সদস্য কৃষ্ণ গিরি,সদস্য শম্ভু দাস। ক্লাবের সম্পাদক সৈকত মাইতি জানান আমাদের সংস্থা সারাবছর বিভিন্ন সমাজসেবার কাজের সঙ্গে যুক্ত এই বন্যা পরিস্থিতিতে পটাশপুরের মানুষের জন্য 

রান্না করা খাওয়ার ও শুকনো খাওয়ার তুলে দেওয়া হচ্ছে এই কর্মসূচি আগকে ৫ দিন ধরে চলছে আগামী কয়েক দিন ধরে চলবে।পটাশপুর 2 শ্রীরামপুর জিপি।

No comments