Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডাক্তার অর্জুন দাসগুপ্ত, ইএনটি স্পেশালিস্ট অর্থাৎ নাক কান গলার

নমস্কার। আমার নাম ডাক্তার অর্জুন দাসগুপ্ত,আমি একজন ইএনটি স্পেশালিস্ট অর্থাৎ নাক কান গলার ডাক্তার।করোনা রোগে বাড়িতে রেখে চিকিৎসায় প্যারাসিটামল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ।প্যারাসিটামল জ্বর কমায়, ব্যথাও কমায়।তো তার সাইডএফেক্…

 



নমস্কার। আমার নাম ডাক্তার অর্জুন দাসগুপ্ত,আমি একজন ইএনটি স্পেশালিস্ট অর্থাৎ নাক কান গলার ডাক্তার।

করোনা রোগে বাড়িতে রেখে চিকিৎসায় প্যারাসিটামল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ।

প্যারাসিটামল জ্বর কমায়, ব্যথাও কমায়।

তো তার সাইডএফেক্ট ও খুবই কম।

তাই প্যারাসিটামল হোয়াটসঅ্যাপ করে বা নিজেদের মধ্যে আলোচনায় 650 মিলিগ্রামের ট্যাবলেট অনেকে দিচ্ছেন।

কিন্তু 500 মিলিগ্রামের প্যারাসিটামলের যে ট্যাবলেট পাওয়া যায় তার থেকে  650 মিলিগ্রামের ট্যাবলেট এর দাম প্রায় দ্বিগুণ।

তাই 500 মিলিগ্রামের ট্যাবলেট যদি আমরা ভাগ করে দিই এবং সঠিক মাত্রায় দি তাহলে জ্বরও কমবে, ব্যথাও কমবে।

তো সেটা কিরকম?

সেটা হল 15 মিলিগ্রাম প্রতি কেজি ওজনের জন্য একেকটা মাত্রায়। সারাদিনে এরকম চারটে মাত্রা অর্থাৎ 6 ঘন্টা ছাড়া দেওয়া যায়।

শরীরের ওজনের হিসেবে ওষুধ দেওয়া গেলে সব চেয়ে ভালো, কিন্তু সব সময় তো ওজন জানা থাকে না। তাই বয়সের হিসেবে প্যারাসিটামলের মাত্রা জেনে রাখা যাক।

৩ মাস থেকে ১ বছর বয়স অবধি ৬০ থেকে ১২০ মিলিগ্রাম ৪-৬ ঘন্টা ছাড়া।

১ বছর থেকে ৫ বছর ১২০ থেকে ২৫০ মিলিগ্রাম ৪-৬ ঘন্টা ছাড়া।

৬ বছর থেকে ১২ বছর ২৫০ থেকে ৫০০ মিলিগ্রাম ৪-৬ ঘন্টা ছাড়া।

১২ বছরের ওপরে ৫০০ মিলিগ্রাম থেকে ১০০০ মিলিগ্রাম ৪-৬ ঘন্টা ছাড়া। তবে সর্বোচ্চ ৪ গ্রাম বা ৪০০০ মিলিগ্রাম বা ৫০০ মিলিগ্রামের ৮ টা ট্যাবলেট সারা দিনে খাওয়া যেতে পারে।

যাঁদের মদের নেশা আছে তাঁদের জন্য সর্বোচ্চ দৈনিক মাত্রা ২ গ্রাম।

No comments