Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জমি হারা মানুষ কাজের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ

পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া, উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মানুষ বিক্ষোভে সামিল হলেন। দুই হাতের  কাজ নয়, এক হাতের কাজের দাবিতে। প্রবল বৃষ্টি ও দু্র্যোগের মধ্যেই হলদিয়ায় এমসিপিআই (মিতস্যুবিশি) কারখানার গেটে  সকাল থে…

 






পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া, উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত মানুষ বিক্ষোভে সামিল হলেন। দুই হাতের  কাজ নয়, এক হাতের কাজের দাবিতে। প্রবল বৃষ্টি ও দু্র্যোগের মধ্যেই হলদিয়ায় এমসিপিআই (মিতস্যুবিশি) কারখানার গেটে  সকাল থেকে বিক্ষোভ  অবস্থানে বসেছেন হলদিয়ার উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত ও জমিহারা পরিবারের লোকজন।


তাঁদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষ ভিন রাজ্যের লোকজনকে কাজ নিয়োগ করছে অথচ স্থানীয় জমিহারাদের কাজ দিচ্ছে না। এদিন সকাল থেকে জমিহারাদের বিক্ষোভের জেরে কারখানায় অচলাবস্থা তৈরি হয়। সকালের সিফ্টে আসা শ্রমিক কর্মচারীরা গেটে ঢুকতে বাধা পান।

জমিহারা উদ্বাস্তু পরিবারের কয়েকশো মানুষ এদিন রেনকোট পরে, ছাতা নিয়ে গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। অবস্থানকারী সেখ  সানোয়ার বললেন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে কাজে নিয়োগ করছেন কর্তৃপক্ষ, তিনি আরও বললেন হলদিয়া কিছু তোলাবাজ নেতৃত্বে রয়েছেন তারাই এ কাজের সঙ্গে যুক্ত আছেন। তিনি বলেন শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ কয়েকজন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এইসব কাজ করছেন। অবস্থান-বিক্ষোভের খবর পেয়ে কারখানার গেটে যান আইএনটিটিইউসির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তাপস মাইতি। তিনি বলেন, শ্রমিকদের সঙ্গে আলাপআলোচনা চলছে বিক্ষোভ তোলার জন্য। পরে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের নিয়ে আলোচনায় বসব।

No comments