Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহীয়সী নারী মেহেরবাঈ টাটা

ছবিটি লেডি মেহেরবাঈ টাটার। তার বুকে ঝুলছে ২৪৫ ক্যারেটের একটি হীরা। অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু এটির আকার বিখ্যাত কোহিনূরের দ্বিগুন ।এই হীরাটি তার স্বামী ডোরাবজী টাটা ১৯০০ সালে তাকে উপহার দিয়েছিলেন । কিন্তু ভাগ্যের খেলায় ১৯২০ স…

 







ছবিটি লেডি মেহেরবাঈ টাটার। তার বুকে ঝুলছে ২৪৫ ক্যারেটের একটি হীরা। অবিশ্বাস্য মনে হতে পারে কিন্তু এটির আকার বিখ্যাত কোহিনূরের দ্বিগুন ।

এই হীরাটি তার স্বামী ডোরাবজী টাটা ১৯০০ সালে তাকে উপহার দিয়েছিলেন । কিন্তু ভাগ্যের খেলায় ১৯২০ সালে এই হীরাটাই বন্ধকি রেখে টাটা আয়রন এন্ড স্টীল কোম্পানিকে সংকট থেকে বাঁচিয়ে ছিলেন এই ভদ্রমহিলা ।

লেডি মেহেরবাঈ টাটা ১৯২৪ সালে প্যারিস অলিম্পিকে টেনিসে মিক্সড ডাবলসে খেলেছিলেন । তবে তিনি শাড়ী পরতেন সবসময়ই । ১৯৩১ সালে লিউকোমিয়াতে মারা যান তিনি ।

এরপর তার স্বামী ডোরাবজী টাটা তার সেই হীরা ও অন্য সমস্ত গয়না বিক্রি করে একটি তহবিল তৈরী করেন এবং সেই তহবিল থেকেই পরবর্তিতে টাটা ক্যান্সার হসপিটাল- এর সৃষ্টি হয় ।

বাংলাদেশ থেকেও প্রতি বছর হাজার হাজার মানুষ এই হাসপাতালে চিকিৎসা করাতে যান। এই মহীয়সী নারী ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা।

(সংগৃহীত)

No comments