Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রশান্ত প্রামাণিক স্মরণ সভা

বিশিষ্ট প্রাবন্ধিক, প্রাক্তন রাজ্য স্বাস্হ্য দপ্তরের যুগ্ম সচিব প্রশান্ত প্রামাণিক এর স্মরণ সভা হল আজ নন্দকুমার ব্লক এর আলাশুলি গোরাচাঁদ প্রাথমিক বিদ্যালয় এ। উপস্থিত ছিলেন ব্যবত্তারহাট পশ্চিম গ্রাম পঞ্চায়েত প্রধান স্বপ্না মাজি,…

 






বিশিষ্ট প্রাবন্ধিক, প্রাক্তন রাজ্য স্বাস্হ্য দপ্তরের যুগ্ম সচিব প্রশান্ত প্রামাণিক এর স্মরণ সভা হল আজ নন্দকুমার ব্লক এর আলাশুলি গোরাচাঁদ প্রাথমিক বিদ্যালয় এ। উপস্থিত ছিলেন ব্যবত্তারহাট পশ্চিম গ্রাম পঞ্চায়েত প্রধান স্বপ্না মাজি, গ্রন্থাগারিক মধুমিতা গজেন্দ্র মহাপাত্র, সমাজ সেবী নন্দদুলাল মাজি, শিক্ষক দয়াময় অধিকারী, চন্দন দাস, অমল কুমার খাঁড়া প্রমুখ। 

প্রশান্ত বাবু ছিলেন বিখ্যাত প্রাবন্ধিক ও সরকারি আধিকারিক। তেমনি ছিলেন একজন সমাজ সেবী। সকলেই তাঁর কর্মপন্থা নিয়ে স্মৃতিচারণ করেন। প্রধান শিক্ষক অরূপ কুমার ভৌমিকের লেখা এক অন্য মানুষ "প্রশান্ত প্রভা" শীর্ষক একটি সংকলন প্রকাশ করেন প্রাক্তন বিধায়ক ব্রহ্মময় নন্দ। 

অরূপ কুমার ভৌমিক বলেন প্রশান্ত বাবু স্বনামধন্য প্রাবন্ধিক ছিলেন তেমনি সরকারি দপ্তরের বি, ডি, ও থেকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের যুগ্ম সচিব ছিলেন। পাশাপাশি আলাশুলি গোরাচাঁদ প্রাথমিক বিদ্যালয় এর সর্বাঙ্গীণ উন্নতি করতে সচেষ্ট ছিলেন। 

তার জনমুখী সেবামূলক কাজে উদ্বুদ্ধ হয়ে স্মৃতি চারণের উদ্যোগ নেওয়া হয়। তিনি বিজ্ঞান বিষয়ক ৫২টি গ্রন্থে র রচয়িতা।

No comments