পূর্ব মেদিনীপুর এর চণ্ডীপুর ১১৬ বি (নন্দকুমার-দিঘা) জাতীয় সড়কে দিঘা গামী বাসের সাথে আবগারি দপ্তরের গাড়ির মুখোমুখি সঙ্ঘর্ষ। জানা গেছে বাসটি দিঘার দিকে যাচ্ছিল অপরদিকে এক্সাইজ এর আবগারি দপ্তরের গাড়িটি নন্দকুমার এর দিকে যাওয়ার সময়…
পূর্ব মেদিনীপুর এর চণ্ডীপুর ১১৬ বি (নন্দকুমার-দিঘা) জাতীয় সড়কে দিঘা গামী বাসের সাথে আবগারি দপ্তরের গাড়ির মুখোমুখি সঙ্ঘর্ষ। জানা গেছে বাসটি দিঘার দিকে যাচ্ছিল অপরদিকে এক্সাইজ এর আবগারি দপ্তরের গাড়িটি নন্দকুমার এর দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে মুখোমুখি সঙ্ঘর্ষ হয়। আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ছোট গাড়িটির চালক। আহত ২। এই ঘটনার ফলে অবরুদ্ধ ১১৬ বি জাতীয় সড়ক। চণ্ডীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি দ্রুত মোকাবিলার কাজ চালাচ্ছে। আশঙ্কাজনক ও আহতদের চণ্ডীপুর এড়াশাল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
No comments