Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

May 23, 2025

Weather Location

Popular Posts

Breaking News:

সমুদ্র ও নদী বাঁধ সহ খালপাড় মেরামতীর দাবী জানিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন

কৌশিকী অমাবস্যার কোটাল ও নিম্নচাপের ফলশ্রুতিতে সমুদ্র উপকূল বর্তী এলাকায় ও রসুলপুর নদীর কূলবর্তী এলাকায় প্রবল জলোচ্ছ্বাসে দীঘা,রামনগর-১,রামনগর-২,কাঁথি-১, দেশপ্রাণ, খেজুরী-১, খেজুরী-২ ও ভগবানপুর-২ ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে সমুদ্…

 






কৌশিকী অমাবস্যার কোটাল ও নিম্নচাপের ফলশ্রুতিতে সমুদ্র উপকূল বর্তী এলাকায় ও রসুলপুর নদীর কূলবর্তী এলাকায় প্রবল জলোচ্ছ্বাসে দীঘা,রামনগর-১,রামনগর-২,কাঁথি-১, দেশপ্রাণ, খেজুরী-১, খেজুরী-২ ও ভগবানপুর-২ ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে সমুদ্র ও নদী বাঁধ সহ নদী মোহানায় বাঁধ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। দেশপ্রাণ ব্লকের বাঁকিপুট সহ সন্নিহিত এলাকায় সমুদ্র বাঁধের দফারফা অবস্থা। দেশপ্রাণ ব্লকের দক্ষিণ অাড়িয়া, পূর্ব অামতলিয়া, উত্তর ডিহি মুকুন্দপুর, কালুয়া,দক্ষিণ কশাফলিয়া, ফুলবাড়ী,ঘোড়াঘাটা, বাহার ছনবেড়িয়া, সুনিয়া,উমাপতিবাড় প্রভৃতি মৌজায় রসুলপুর নদীর কূলবর্তী বাঁধ ইয়াস প্রাকৃতিক দুর্যোগের ফলশ্রুতিতে চরম ক্ষতিগ্রস্থ হয়।সব জায়গায় ক্ষতিগ্রস্থ নদী বাঁধ ঠিকঠাক মেরামতী না হওয়ায় কৌশিকী অমাবস্যার কোটাল ও নিম্নচাপের প্রভাবে সমুদ্র ও নদী বাঁধ অাবার বেশী করে ক্ষতিগ্রস্থ হয়েছে ও কোথাও কোথাও জোয়ারের জলে ঘরবাড়ির ক্ষতি হয়েছে। রসুলপুর নদীর কূলবর্তী অামিরাবাদ খালপাড়ের ও ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন কাঁথি সেচদপ্তরের নির্বাহী বাস্তুকার কে ই-মেইল বার্তা পাঠিয়ে  অবিলম্বে সমুদ্র ও নদী বাঁধ সহ খালপাড় মেরামতীর দাবী জানিয়েছেন। সেই সাথে জেলা শাসক কে  ক্ষতিগ্রস্থ এলাকায় দুর্গতদের ত্রাণ সামগ্রী বরাদ্দের অাবেদন জানিয়েছেন প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন।

No comments