ফের মানবিক মুখ বিধায়কের। মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন খোদ বিধায়ক। তিনি হলেন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভার তৃণমূল বিধায়ক উত্তম বারিক। তিনি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি মৃত পরিবারের পাশে থা…
ফের মানবিক মুখ বিধায়কের। মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন খোদ বিধায়ক। তিনি হলেন পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভার তৃণমূল বিধায়ক উত্তম বারিক। তিনি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি মৃত পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন। প্রসঙ্গত, গত শুক্রবার সুরাটে কাজ করতে করতে ব্লিডিং এর ছাদ থেকে পড়ে মৃত্যু হয় পটাশপুর-২ ব্লকের খাড় গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর গ্রামের বাসিন্দা রেজাউল খান (৩৩)। তারপর রবিবার রেজাউলের দেহ এসে গ্রামের বাড়িতে পৌঁছায়। মৃতের পরিবার সূত্রের খবর, তাঁর তিন জন ছেলে রয়েছে। তাঁর এই অস্বাভাবিক মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। খবর পেয়ে এ দিন মৃতের বাড়িতে যান স্থানীয় বিধায়ক। স্থানীয় বিধায়ককে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ল গোটা পরিবার-সহ স্থানীয় এলাকার বাসিন্দারা।
No comments