Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া আইওসি এমপ্লয়িজ ইউনিয়নের সম্মেলন

হলদিয়া রিফাইনারি এমপ্লয়িজ ওয়ার্কার্স ইউনিয়ন ১৫ তম সম্মেলন অনুষ্ঠিত হলো হলদিয়া টাউনশিপ শঙ্খচিল গেস্ট হাউসে প্রায় 200 জন প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনের উদ্বোধন করেন নগেন চুটিয়া উপস্থিত ছিলেন অভি বাসু, অমল ভট্টাচ…

 






হলদিয়া রিফাইনারি এমপ্লয়িজ ওয়ার্কার্স ইউনিয়ন ১৫ তম সম্মেলন অনুষ্ঠিত হলো হলদিয়া টাউনশিপ শঙ্খচিল গেস্ট হাউসে প্রায় 200 জন প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনের উদ্বোধন করেন নগেন চুটিয়া উপস্থিত ছিলেন অভি বাসু, অমল ভট্টাচার্য এবং নির্মল সাহা। শিল্প সংস্কৃতির শহর হলদিয়া পীযূষ পাঞ্জা মঞ্চে এবং নির্মল জানা নগর হলদিয়া রিফাইনারি এমপ্লয়িজ ইউনিয়ন ইউনিয়ন এর 15 তম সম্মেলন এর কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সোচ্চার হোন এই সম্মেলন  মঞ্চে উপস্থিত ছিলেন হলদিয়া রিফাইনারি এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক  দিব্যেন্দু দাস সভাপতি সব্যসাচী মন্ডল এবং অন্যান্য সদস্যবৃন্দ সম্মেলনে সঞ্চালনা করেন এক্সিকিউটিভ সদস্য কুনাল নন্দ।

No comments