Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

খোলা চিঠি বীথিকা পড়ুয়া মহাপাত্র

হে বিশ্বকর্মা গো,মানদন্ডধারী মহাশিল্পী,তুমি বাচস্পতি,দিলাম তোমায় একটা খোলা চিঠিপৃথিবীর মানুষগুলো ভালো নেইকো মোটে,যখন-তখন ঝড়,মারি,বন্যা!চারদিকেতে অসহায় কান্না,এ যে সয়না!নেই শিল্প,নেই জ্ঞান,নেই রীতিনীতি,তাই দিলাম তোমায় চিঠি।
নি…

 







হে বিশ্বকর্মা গো,

মানদন্ডধারী মহাশিল্পী,তুমি বাচস্পতি,

দিলাম তোমায় একটা খোলা চিঠি

পৃথিবীর মানুষগুলো ভালো নেইকো মোটে,

যখন-তখন ঝড়,মারি,বন্যা!

চারদিকেতে অসহায় কান্না,এ যে সয়না!

নেই শিল্প,নেই জ্ঞান,নেই রীতিনীতি,

তাই দিলাম তোমায় চিঠি।


নিদান দেয় জ্ঞান ও কর্ম দাঁড়িপাল্লা তোমার,

বিশ্বব্রহ্মান্ডের নক্সা তোমার হাতে,

শিল্প-কৃষি দুটোতেই মানবজীবন বাঁচে

একটুকু নুন-ভাতে।

বুঝলো না কেউ,স্বার্থদ্বন্দ্ব করে,কাজে অষ্টরম্ভা,

অষ্টপ্রহর কথায় নেত্য বক্তিমে ও হাম্বা!


হে বিশ্বকর্মা গো,

সৃষ্টির তুমি নির্মাতা ও ধাতা,স্বর্গের কারিগর,

কৃষক, শ্রমিক অসহায়ের পিতা,

প্রভাসপুত্র,পথ খুঁজে দাও,তুমি পরিত্রাতা!

মাথায় তোমার রাজার মুকুট,তবু তুমি কাছের,

তাইতো বলি বানভাসি মানুষগুলো বড্ডো নিরুপায়,

কাটার,ফানেল,হপার নিয়ে দিও একটি উপায়।


সোনার লঙ্কা তোমার হাতে গড়া,

হস্তিনাপুর,ইন্দ্রপ্রস্থ চারবাহুতে তুমি কেবল পারো,

আশ্রয়হীন মানুষগুলোর আবাস তুমি গড়ো।

বছর বছর চলছে মহামারী,

বসতঘরের কাঠ্মা ভাঙা,ঘরছাড়া মুখ,কান্নাঝরা,

তবু মানুষ তোমার পুজোর দিনে বানায় ঘুড়ি

আকাশ গাঙে দেখি রঙিন,খুশির ওড়াউড়ি,

হাত কলসে ভরে নিও দুঃখ-হতাশা,

হাতুড়িটা ধরো বজ্রকঠিন হাতে,

পাল্টে দিও পৃথিবীর পাত,পূর্ণ গরম ভাতে!



No comments