Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কাঁথি লায়ন্সের ইনডোর গেমস

কাঁথি লায়ন্স ক্লাবের উদ্যোগে  লায়ন, লিও ও লায়নেসদের নিয়ে ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় রবিবার।কাঁথি লায়ন্স ক্লাবের সভাগৃহে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র  ।  কাঁথি লায়ন্স ক্লাবের মুখপত্র তপ…

 
কাঁথি লায়ন্স ক্লাবের উদ্যোগে  লায়ন, লিও ও লায়নেসদের নিয়ে ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় রবিবার।কাঁথি লায়ন্স ক্লাবের সভাগৃহে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ক্লাবের সভাপতি সুস্মিত মিশ্র  ।  কাঁথি লায়ন্স ক্লাবের মুখপত্র তপন সাউ জানিয়েছেন শঙ্খধ্বনি ,পাশিং দ্যা বল এবং মোমবাতি প্রজ্জ্বলন এই  প্রতিযোগিতা গুলি অনুষ্ঠিত হয় ।সব মিলিয়ে প্রায় ৫০ জন প্রতিযোগী খেলায় অংশ গ্রহন করেন । খেলা গুলি পরিচালনা করেন কাঁথি লায়ন্স ক্লাবের থার্ড ভিপি শান্তনু গিরি, গ্রীটার কমিটির চেয়ারম্যান চম্পক ভট্টাচার্য ও প্রাক্তন ট্রেজারার অপূর্ব মুখার্জি  । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি তথা লিও অ্যাডভাইসা রনেন্দ্রনাথ দাস, বারিদবরণ মণ্ডল, ডাঃ সুব্রত প্রধান,পীযূষ চক্রবর্তী প্রমুখ  । এই প্রতিযোগিতাকে ঘিরে সকলের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো  ।

No comments