Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মনের কথা -শান্তা লতা বিশই সাহা

আজ সারাদিন মন বড় আনমনা, কালি কলম মনকে একসুত্রে গাঁথতে পারছি না। কেবলই সাদা কাগজের উপর কালির আঁচড় টানছি আর কাটাকুটিতে  ভরিয়ে দিচ্ছি। তবু তো সাধ হই মনের কথা কইতে তাই মন যা চাইলো তাই আগোছালো ভাব লিখেই ফেললাম।
সাধ হয় খুব সাধ হয়কইতে মন…

 





আজ সারাদিন মন বড় আনমনা, 

কালি কলম মনকে একসুত্রে গাঁথতে পারছি না। কেবলই সাদা কাগজের উপর কালির আঁচড় টানছি আর কাটাকুটিতে  ভরিয়ে দিচ্ছি। তবু তো সাধ হই মনের কথা কইতে তাই মন যা চাইলো তাই আগোছালো ভাব লিখেই ফেললাম।

     


সাধ হয় খুব সাধ হয়

কইতে মনের কথা।

কিন্তু সাধ‍্য কার?

শুনবে মনের কথা!

মনের কথা তারেই বলা যায়

যে হৃদয়মাঝে বারে বারে কান পেতে রই ;

উজাড় করা মনের কথা কইব তারে আমি

একান্তে নির্জনে বসি আমার সাথে আমি।


আমি হতে চাই বর্ষার ময়ূর,

হতে চাই বসন্তের কোকিল,

জ‍্যোৎস্না হয়ে ধরা দিতে চাই,

ডালে ডালে পাতায় পাতায়- 

আবীর হয়ে ঝরতে চাই 

তোমার পলাশ রাঙা মুখে,

শরতের শিশির ভেজানো পথে-

পা ভিজিয়ে হাঁটতে চাই

তোমারই হাত ধরে,

উড়তে চাই নীল আকাশের কোলে,

দখিনা বাতাসে ঝরতে চাই-

ঝরা পাতা হয়ে।


তাইতো একলা বসে সন্ধ‍্যেবেলায়-

ছড়িয়ে দিয়ে পা দু'খানি,

মনের মতো স্বপ্ন নিয়ে

শুধুই করি কানাকানি।


    

            

No comments