Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভুয়ো ভোটার’ পাকড়াও, তুমুল উত্তেজনা! দুপুর ১টা পর্যন্ত ভবানীপুরে ভোট ৩৫.৯৭ শতাংশ

খালসা হাইস্কুলে ভুয়ো ভোটার ঘিরে তুমুল গোলমাল বাধে। বিজেপির অভিযোগ, ভুয়ো ভোটার এনে ভোট করাচ্ছে তৃণমূল। পাল্টা শাসকদলের অভিযোগ, ভুয়ো ভোটার এনে অশান্তি ছড়াচ্ছে বিজেপি।ভুয়ো ভোটার পাকড়াও ৭০ নম্বর ওয়ার্ডে শরৎ বোস রোডের …

 






খালসা হাইস্কুলে ভুয়ো ভোটার ঘিরে তুমুল গোলমাল বাধে। বিজেপির অভিযোগ, ভুয়ো ভোটার এনে ভোট করাচ্ছে তৃণমূল। পাল্টা শাসকদলের অভিযোগ, ভুয়ো ভোটার এনে অশান্তি ছড়াচ্ছে বিজেপি।

ভুয়ো ভোটার পাকড়াও ৭০ নম্বর ওয়ার্ডে শরৎ বোস রোডের একটি বুথে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ। মাস্ক পরে দু’জন ভুয়ো ভোটার ঢুকেছিল বলে অভিযোগ বিজেপির।

লক্ষ্মীবারে এ রাজ্যের বহুলচর্চিত উপনির্বাচনের সাক্ষী থাকবে বাংলা। বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন  । মোট ৮টি ওয়ার্ডের ভবানীপুর কেন্দ্রে এদিন নজর গোটা রাজ্যের। শুধু রাজ্যই নয়, জাতীয় রাজনীতিতেও এই এই কেন্দ্রের উপনির্বাচন যে একটা আলাদা তাৎপর্যের দাবিদার, তা বলাই বাহুল্য। এখানে তৃণমূলের প্রার্থী মমত ব্যানাজী। বিজেপির  প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। বামেদের  মুখ শ্রীজীব বিশ্বাস। তিন প্রার্থীই ভোটের প্রচারে ঝড় তুলেছে। এবার পরীক্ষা ব্যালট বাক্সে। ৩ অক্টোবর এই উপনির্বাচনের ফলপ্রকাশ।

এদিন বেলা ১টা অবধি ভবানীপুরে ভোট পড়েছে ৩৫.৯৭ শতাংশ। সামশেরগঞ্জে ভোটের হার ৫৭.১৫ শতাংশ। জঙ্গিপুরে ভোট পড়েছে ৫৩.৭৮ শতাংশ। এদিকে ভুয়ো ভোটার বিতর্কে উত্তেজনা ছড়ায় খালসা হাইস্কুলে। বিজেপির অভিযোগ, ভুয়ো ভোটার এনে ভোট করাচ্ছে তৃণমূল। পাল্টা শাসকদলের অভিযোগ, ভুয়ো ভোটার এনে অশান্তি ছড়াচ্ছে বিজেপি।

খালসা হাইস্কুলে ভুয়ো ভোটার বিতর্কে উত্তেজনা

উপনির্বাচনের কেন্দ্র ভবানীপুর। বৃহস্পতিবার দুপুর গড়াতেই সেখানে ভোট ঘিরে উত্তেজনার চিত্র প্রকট হয়ে উঠল।  জিজ্ঞাসাবাদ করে হাতেনাতে ধরে ফেলেন বিজেপি কর্মীরা। খবর পেয়েছে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা কল্যাণ চৌবে ও সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস।

ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলল বিজেপি

ভবানীপুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির। তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হল। ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। দুই মন্ত্রীকে আটক করারও দাবি তোলা হয়েছে।


No comments