Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব হাতে গোনা কয়েক দিন বাকি হলেও চরম দুর্দশার মধ্যে কোলাঘাটের সোলার শিল্পীরা

বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব হাতে গোনা কয়েক দিন বাকি হলেও চরম দুর্দশার মধ্যে কোলাঘাটের সোলার শিল্পীরা হাতে গোনা আর কয়েক দিন বাকি, এর পরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আরে উৎসবকে সামনে রেখে কুমারটুলি থেকে শুরু করে মণ্ডপ সজ্জায…

 





বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব হাতে গোনা কয়েক দিন বাকি হলেও চরম দুর্দশার মধ্যে কোলাঘাটের সোলার শিল্পীরা হাতে গোনা আর কয়েক দিন বাকি, এর পরই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আরে উৎসবকে সামনে রেখে কুমারটুলি থেকে শুরু করে মণ্ডপ সজ্জায় কাজ জোর কদমে শুরু করে ফেলেছে বিভিন্ন ক্লাব সংগঠন থেকে শুরু করে মৃৎ শিল্পীরা, অন্য দিকে প্রতিমার সাজ সজ্জার সোলার সামগ্রী তৈরি করাতে ব্যস্ত বিভিন্ন শিল্পীরা, এমনই এক দৃশ্য উঠে এলো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের রাইনি গ্রামে, জানা গিয়েছে গ্রামের অধিকাংশ পরিবার এই কাজের সঙ্গে যুক্ত, তবে বিগত দুই বছর ধরে করোণা আবহের কারণে তেমন ভাবে কাজ না থাকার কারণে কার্যত নিরাশ হয়ে পড়েছে ওই সব শিল্পীরা । তবে এই বছর করোনার গ্রাস কিছুটা কমলেও তেমন ভাবে কাজ নেই ওই শিল্পীদের, ফলে কার্যত দুর্দশার মধ্যে দিন কাটছে প্রতিমা শয্যার সোলার শিল্পীদের, স্থানীয় শিল্পীরা বলছেন এই পরিস্থিতিতে তাদের পাশে সরকার দাঁড়ালে অনেক টাই উপকৃত হতো এই শিল্পীরা। এই   বিষয়ে স্থানীয় এক বৃদ্ধ শিল্পী ধনঞ্জয় দাস মালাকার বলেন দীর্ঘ ৫৫ বছর ধরে এই কর্ম করে আসছি, তবে গত দু'বছর ধরে কার্যত দুর্দশার মধ্য দিয়ে দিন কাটছে আমাদের, সে ভাবে কাজ হচ্ছে না সংসার চালানো কার্যত দায় হয়ে পড়েছে, এই পরিস্থিতিতে সরকার যদি আমাদের পাশে এসে দাঁড়ায় তাহলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারব।

No comments