পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার দহ বরনান গ্রামে আসরফ আলি খান বয়স আনুমানিক ৭০। তাকে খুন করা হয়েছে প্রতিবেশীদের অভিযোগ। প্রতিবেশী দের আরো অভিযোগ প্রায় বাড়িতে অশান্তি লেগেই থাকতো। তারই জেরে এই ঘটনা বোলে মনে করছেন পুলিশ থ…
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার দহ বরনান গ্রামে আসরফ আলি খান বয়স আনুমানিক ৭০। তাকে খুন করা হয়েছে প্রতিবেশীদের অভিযোগ। প্রতিবেশী দের আরো অভিযোগ প্রায় বাড়িতে অশান্তি লেগেই থাকতো। তারই জেরে এই ঘটনা বোলে মনে করছেন পুলিশ থেকে প্রতিবেশী। এই ঘটনায় মৃতার স্ত্রী ও দুই ছেলে জড়িত বোলে অভিযোগ গ্রামবাসীদের । ঘটনা স্থলে কোলাঘাট থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে । গ্রাম বাসিদের দাবি প্রকৃত দোষী দের শাস্তি দেওয়া হোক। মৃতার দুই ছেলের কবির আলি খান ( মানসিক ভারসাম্যহীন)আর এক ছেলের নাম রাজিব আলী খান। মৃতার স্ত্রী সুফিয়া বিবি এই ঘটনায় জড়িত। প্রতিবেশী ও পুলিশ এর প্রাথমিক অনুমান স্বাশ রোধ করে খুন কোরে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে বোলে প্রাথমিক অনুমান। তবে মৃতার মেজো ছেলে কবির আলি খান স্বীকার করেছে বাবার কাছে টাকা চাইতে টাকা না দেওয়ায় বচসা শুরু হয় তার পরে কবির গলা টিপে খুন করেছে তার বাবাকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে। কোলাঘাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ মৃত আশরফ স্ত্রী ও দুই ছেলেকে আটক কোরে থানায় নিয়ে গিয়েছে।
No comments