Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আর নয়, মোংলা বন্দর ব্যবহার করতে চায় নেপাল

ভারতের হলদিয়া বন্দরের পরিবর্তে মোংলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যের অংশীদার হয়ে বন্দরটি ব্যবহার করতে চায় প্রতিবেশী দেশ নেপাল। এ লক্ষ্যে বুধবার বন্দর কর্তৃপক্ষের সঙ্গে নেপালের একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। বন্দর কর্তৃপক্ষের স…

 






ভারতের হলদিয়া বন্দরের পরিবর্তে মোংলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যের অংশীদার হয়ে বন্দরটি ব্যবহার করতে চায় প্রতিবেশী দেশ নেপাল। এ লক্ষ্যে বুধবার বন্দর কর্তৃপক্ষের সঙ্গে নেপালের একটি প্রতিনিধি দল বৈঠক করেছে। বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার অ্যান্ড মেরিন) ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদার এ তথ্য নিশ্চিত করেছেন।এম আব্দুল ওয়াদুদ তরফদার বলেন, বাংলাদেশে নিযুক্ত নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কুমার রাইয়ের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল মোংলা বন্দরে আসে। এরপর বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেন।তিনি জানান, নানা ধরনের সুযোগ-সুবিধা দেখে মোংলা বন্দর ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছেন নেপালের প্রতিনিধিরা। বর্তমানে তারা ভারতের হলদিয়া বন্দর ব্যবহার করে থাকে। কিন্তু এখন থেকে মোংলা বন্দর ব্যবহার করতে বৈঠকে আলোচনা করছেন প্রতিনিধি দলটি।এর আগে, ২০১১ সালে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান নিজেদের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে ট্রানজিট চুক্তি করেছিল। ওই চুক্তির পর এবারই প্রথম এ বন্দর ব্যবহারের আনুষ্ঠানিক সফরে এলো নেপাল।দেশটিকে ট্রানজিট সুবিধা দিলে মোংলা বন্দর অর্থনৈতিকভাবে লাভবান হবে উল্লেখ করে বন্দরের ক্যাপ্টেন এম আব্দুল ওয়াদুদ তরফদার বলেন, তারা এই বন্দরের জেটিসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন।।


No comments