Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৬৫তম বীমা সপ্তাহে ময়না সবুজ বাঁচাও মঞ্চ ও এল আই সি র যৌথ উদ্যোগে বৃক্ষ রোপণ

এল আই সি র ৬৫তম বীমা সপ্তাহে ময়না সবুজ বাঁচাও মঞ্চ ও এল আই সি র যৌথ উদ্যোগে বৃক্ষ রোপণ। ময়না বাইপাস সড়কের পাশে নানান ধরনের গাছ লাগানো ও বেড়া দেওয়া হয়।এল আই সি র ময়না শাখার প্রধান কমল কুমার জানা মহাশয় বলেন পরিবেশ রক্ষায় আ…

 




এল আই সি র ৬৫তম বীমা সপ্তাহে ময়না সবুজ বাঁচাও মঞ্চ ও এল আই সি র যৌথ উদ্যোগে বৃক্ষ রোপণ। ময়না বাইপাস সড়কের পাশে নানান ধরনের গাছ লাগানো ও বেড়া দেওয়া হয়।এল আই সি র ময়না শাখার প্রধান কমল কুমার জানা মহাশয় বলেন পরিবেশ রক্ষায় আগামী দিনে আমরা আরও কাজ করবো।মান্ডি বাবু জয়দীপ সাহা বাবু সহ অন্যান্য আধিকারিক ও এজেন্টরা উপস্থিত ছিলেন। ময়না সবুজ বাঁচাও মঞ্চের কর্ণধার দিলীপ কুমার পাত্র  এল আই সি র বৃক্ষ রোপন কর্মসূচী র ভূয়োসী প্রসংশা করেন।  সবুজ বাঁচাও মঞ্চের প্রাক্তন সভাপতি প্রশান্ত কুমার মাইতি বলেন পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই দূষণ মুক্ত পরিবেশে গড়ে উঠবে। ময়না এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় আনন্দ মোহন মাইতি সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন যে ভাবে বনভূমি ধংস হচ্ছে আমাদের আর ও বেশি করে বৃক্ষ রোপন করতে হবে।

No comments