Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পন্ডিতপ্রবর জ্যোতির্ময় নন্দ মহাশয়ের ১১৩তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন

জ্ঞান, ভক্তি ও কর্মসাধনার ত্রিবেনী সঙ্গম পন্ডিতপ্রবর জ্যোতির্ময় নন্দ মহাশয়ের ১১৩তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন।জ্যোতির্ময়  নন্দ (সংক্ষিপ্ত জীবনী)বাংলা বিহার উড়িষ্যার অবিসংবাদিত পন্ডিত প্রবর জ্যোতির্ময় নন্দের জন্ম ৬ই সেপ্টেম্বর …

 

 জ্ঞান, ভক্তি ও কর্মসাধনার ত্রিবেনী সঙ্গম পন্ডিতপ্রবর জ্যোতির্ময় নন্দ মহাশয়ের ১১৩তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য নিবেদন।

জ্যোতির্ময়  নন্দ (সংক্ষিপ্ত জীবনী)

বাংলা বিহার উড়িষ্যার অবিসংবাদিত পন্ডিত প্রবর জ্যোতির্ময় নন্দের জন্ম ৬ই সেপ্টেম্বর ১৯০৮,পূর্ব মেদিনীপুর জেলার মুগবেড়িয়াতে।

শিক্ষাঃ সংস্কৃত কলেজ থেকে সর্বোচ্চ নম্বর সহ বিএ অনার্স। ক.বি. থেকে গঙ্গামনি পদক প্রাপ্তি।বেদান্ত নিয়ে এম.এ.,সিমলা ও রোটক ন্যাশান্যাল হোমিওপ্যাথি মেডিক্যাল কলেজ থেকে এম.ডি. এইচ এবং এম.এসসি, ডিগ্রি লাভ করেন।পাণ্ডিত্যের স্বীকৃতি মিলেছে বিদ্যাভূূষন,ভক্তি চক্রবর্ত্তী,বেদান্ত তীর্থ, স্মৃতি বিশারদ উপাধি। 

কর্মজীবনঃ দীর্ঘ ৪৮ বছর ধরে মুগবেড়িয়া গঙ্গাধর স্কুলের সম্পাদক, মুগবেড়িয়া গঙ্গাধর কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক, বেলদা গঙ্গাধর একাডেমির সভাপতি, নিখিলবঙ্গ সংস্কিতসেেবী সমিতির  সহসভাপতি, রাজ্যসরকারের অধীন সংস্কৃত শিক্ষা পর্ষদের সরকার মনোনীত সদস্য, কাঁথি সংস্কৃত কলেজ  ও কাঁথি হরিজন সমাজের সদস্য, তারকেশ্বর মন্দির ট্রাস্টি বোর্ডের সদস্য, মুগবেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান প্রায় ১৪বছর,এছাড়া আরও বহু প্রতিষ্ঠানের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। 

সহস্রাদি প্রবন্ধ ও কবিতা লিখেছেন, তা বহু পত্র পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। পান্ডিত্যের সঙ্গে জনকল্যাণের ব্রত ছিল তাঁর জীবনবেদ।৫ই নভেম্বর ১৯৯৬ এ প্রয়াত হন।

অণুপৃথিবী পরিবারের পক্ষ থেকে উনার ১১৩ তম জন্মদিনে বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন জানাই।@ডিএনপ্রধান(#অণুপৃথিবী)

No comments