Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২ য় বর্ষে শোলাট দূর্গোৎসব কমিটির খুঁটি পুঁজা

প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে শুরু হল দুর্গাপূজার সূচনা। নির্ণয়সিন্ধুমতে হরিতালিকা ব্রতের পূর্ণ লগ্নে  শুভ দিনে খুটি পূজো করলেন শোলাট শ্রী শ্রী দূর্গা পূজা কমিটি। ২ য় বর্ষে শোলাট শ্রী শ্রী দূর্গা পূজা কমিটির।খুঁটি পুজোর মধ্য …

 


প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে শুরু হল দুর্গাপূজার সূচনা। নির্ণয়সিন্ধুমতে হরিতালিকা ব্রতের পূর্ণ লগ্নে  শুভ দিনে খুটি পূজো করলেন শোলাট শ্রী শ্রী দূর্গা পূজা কমিটি। ২ য় বর্ষে শোলাট শ্রী শ্রী দূর্গা পূজা কমিটির।

খুঁটি পুজোর মধ্য দিয়ে শারদীয়ার শুভ সূচনা হয়। গত বছর করোনা মহামারির সময় সরকারি নিয়ম মেনেই পুজো হয়েছিলো এবছরও সেই ভাবে নিয়ম মেনে পুজো হবে বলে জানান পুজো কমিটির উদ্যোক্তারা। তাদের এবৎসরে সাবেকিয়ানা মন্ডপ  মায়ের মৃন্ময়ী মূর্তি এবারের আকর্ষণ।  নারকেল ফাটিয়ে এই খুঁটি পুজোর সূচনা করেন গ্রামের পুজো কমিটির সভাপতি মদনমোহন দোলাই। উপস্থিত ছিলেন পূজা কমিটি সম্পাদক বীরেন কর, শিক্ষক বৃহস্পতি প্রধান, শম্ভু চরন মন্ডল, মুরারী মোহন হুতাইৎ, পিন্টু চরণদোলাই, রবীন্দ্রনাথ সিনহা, কালো বরণ সিনহা  প্রমুখ।

No comments