নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার ঘটনায় আবারও একবার নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে এলেন সিআইডির প্রতিনিধিদল। বৃহস্পতিবার দুপুর নাগাদ নন্দীগ্রাম-২ এর বিরুলিয়া বাজারে আসেন সিআইডির প্রতিনিধিদল। স্থানীয় দোকানদার ও এলাকার মানু…
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আহত হওয়ার ঘটনায় আবারও একবার নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে এলেন সিআইডির প্রতিনিধিদল। বৃহস্পতিবার দুপুর নাগাদ নন্দীগ্রাম-২ এর বিরুলিয়া বাজারে আসেন সিআইডির প্রতিনিধিদল। স্থানীয় দোকানদার ও এলাকার মানুষের সাথে কথা বলার পাশাপাশি ঘটনাস্থল মাপযোগ করেন।
উলেখ্য ২০২১ শে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভার প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ মার্চ মনোনয়ন পত্র জমা করার পর নন্দীগ্রামে নির্বাচনী প্রচার করে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। পায়ে গুরুতর ঘাত পায় মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাটি বিরোধীদের চক্রান্ত বলে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে সি আই ডি তদন্ত শুরু করে। গত ৩১ শে আগস্টের পর আবার ৯ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার আবাও নন্দীগ্রামে এলেন সি আই ডির প্রতিনিধি দল।।
No comments