আজ, বৃহস্পতিবার বিকেল থেকেই হলদিয়ার বিভিন্ন শিল্পকারখানায় বিশ্বকর্মা পুজোর উদ্বোধন হবে। দর্শনার্থীদের জন্য হলদিয়ায় বরাবর একদিন আগেই খুলে দেওয়া হয় পুজো মণ্ডপগুলি। বিশ্বকর্মা পুজোয় হলদিয়ায় থিমের মণ্ডপ, প্রতিমা ও আলোর জাদু দেখত…
আজ, বৃহস্পতিবার বিকেল থেকেই হলদিয়ার বিভিন্ন শিল্পকারখানায় বিশ্বকর্মা পুজোর উদ্বোধন হবে। দর্শনার্থীদের জন্য হলদিয়ায় বরাবর একদিন আগেই খুলে দেওয়া হয় পুজো মণ্ডপগুলি। বিশ্বকর্মা পুজোয় হলদিয়ায় থিমের মণ্ডপ, প্রতিমা ও আলোর জাদু দেখতে ভিড় করে বহু মানুষ। করোনার জন্য সেই উৎসাহ উদ্দীপনা ধাক্কা খেয়েছে। এবার অবশ্য এক নাগাড়ে বৃষ্টি বিশ্বকর্মা পুজোয় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টিতে পুজোর ভেস্তে যাওয়ার আশঙ্কায় ছিলেন উদ্যোক্তারা। কারখানার শ্রমিক কর্মচারীদের মধ্যেও মন খারাপের পরিবেশ তৈরি হয়। তবে বুধবার বেলা গড়াতেই আকাশে রোদের ঝিলিক দেখা যায়। জোরকদমে মণ্ডপসজ্জার কাজে হাত লাগান ডেকরেটারের কর্মীরা। এদিন বিকেলে দেখা যায় পেট্রকেম, ইন্দোরামার মতো অনেকগুলি কারখানার মণ্ডপে থিমের ছোঁয়া লেগেছে। কোথাও বাঁশের কুলো দিয়ে মণ্ডপ তৈরি হচ্ছে, কোথাও মণ্ডপ সেজেছে বিরাট রাক্ষসের মুখোশে। প্রতিমা শিল্পীদেরও এদিন নাওয়া খাওয়ার সময় ছিল না। শিল্পী সুভাষ জানা বলেন, রাতে বিদ্যুৎ না থাকায় জেনারেটর চালিয়ে কাজ করতে হয়েছে। এদিন বিকেলেই হলদিয়া বন্দরের একটি সংস্থায় থিমের বিশ্বকর্মা ফিনিশ করে পাঠিয়েছি। আইএনটিটিইউসির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তাপস মাইতি বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে পুজোর উদ্বোধন শুরু হবে। উদ্বোধনে মন্ত্রী সৌমেন মহাপাত্র থাকবেন। ইন্দোরামা ধানসিরি, রিলায়েন্স টার্মিনাল, আদানি, আইওসি ট্যাঙ্কার, হুগলি মেটকোক, এক্সাইড সহ একাধিক পুজো উদ্বোধন চলবে রাত পর্যন্ত। তিনি জানান, এদিন এমসিপিআই কারখানায় উদ্বাস্তুদের কাজের দাবি নিয়ে ইতিবাচক বৈঠক হয়েছে। কারখানা কর্তৃপক্ষকে চাকরির জন্য বাংলা কাগজে বিজ্ঞাপন দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেখানে উদ্বাস্তু ও জমিহারাদের অগ্রাধিকার দেওয়া হবে বলে উল্লেখ করতে হবে। কারখানা কর্তৃপক্ষ দাবি মেনে নিয়েছে। শীঘ্রই এধরনের বিজ্ঞাপন দেবে তারা নিয়োগের জন্য।
No comments