Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলার ডি . আই অফিসে জলে ডুবে নষ্ট হয়েছে বহু ফাইল

নিম্নচাপের জেরে দিন - রাত্রি অবিরাম বৃষ্টিতে জলমগ্ন হলো পূর্ব মেদিনীপুর জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক এর অফিস। তমলুক শহরের মানিকতলার পান আরত এর ভিতরে অফিসটি অবস্থিত।
অফিসের ভিতরে এক ফুটের বেশি জল জমে রয়েছে । বলে জানিয়েছেন অফিস…

 



 নিম্নচাপের জেরে দিন - রাত্রি অবিরাম বৃষ্টিতে জলমগ্ন হলো পূর্ব মেদিনীপুর জেলার জেলা বিদ্যালয় পরিদর্শক এর অফিস। তমলুক শহরের মানিকতলার পান আরত এর ভিতরে অফিসটি অবস্থিত।


অফিসের ভিতরে এক ফুটের বেশি জল জমে রয়েছে । বলে জানিয়েছেন অফিসের আপার ডিভিশন ক্লার্ক ( U.D.C ) দক্ষিণা রঞ্জন মাইতি। অফিসের দক্ষিণ দিকের একটি ড্রেন থেকে টয়লেটের যত নোংরা জল অফিসের ভিতরে ঢুকে যায় । আর সেই জলে অফিসের কয়েক শ গুরুত্বপূর্ণ অবসরপ্রাপ্ত শিক্ষকদের পেনশন সংক্রান্ত ফাইল রয়েছে । পূর্ব মেদিনীপুর জেলার বিদ্যালয় পরিদর্শক( মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক ) এর অফিসের কম্পিউটার ডাটা অপারেটর রমা মাইতি জানান ,অফিসের প্রায় ১৫ টি কম্পিউটার নষ্ট হয়ে গিয়েছে জলের জন্য। 

এদিন ডি. আই  শুভাশিস মিত্র অফিসে ছিলেন না ।তিনি ১৫ দিনের জন্য ছুটি নিয়েছেন তাঁর চোখ অপারেশনের জন্য। গত ৩০ জুন জেলা বিদ্যালয় পরিদর্শক  (মাধ্যমিক ) জেলাশাসক কে চিঠি দিয়ে নিমতৌড়ি  নতুন প্রশাসনিক ভবন চত্বরে কিংবা পুরানো ডিএম অফিস প্রেমিসেস ডি. আই অফিস স্থানান্তরের আবেদন জানান। ইউ .ডি .সি দক্ষিণা রঞ্জন মাইতি আরো জানান , এর পূর্বে কয়েকবার লিখিতভাবে জেলাশাসক কে জানানো হয়েছে অফিসের এই করুণ অবস্থার কথা। কিন্তু কিছুই সুরাহা হয় না ।

No comments