Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের উদ‍্যোগে স্বাধীনতা আন্দোলনের সেনানী ও শহীদদের স্মরণে তমলুক বানপুকুরে

পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের উদ‍্যোগে স্বাধীনতা আন্দোলনের সেনানী ও শহীদদের স্মরণে তমলুক বানপুকুর পাড়ে (যেখানে ব্রিটিশের গুলিতে মা মাতঙ্গিনী শহীদ হয়েছিলেন) স্বাধীনতা সংগ্রামী ও শহীদ সম্মান দিবস (Swatantra Senani & Shaheed…

 




   পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের উদ‍্যোগে স্বাধীনতা আন্দোলনের সেনানী ও শহীদদের স্মরণে তমলুক বানপুকুর পাড়ে (যেখানে ব্রিটিশের গুলিতে মা মাতঙ্গিনী শহীদ হয়েছিলেন) স্বাধীনতা সংগ্রামী ও শহীদ সম্মান দিবস (Swatantra Senani & Shaheed Samman Divas) পালন করা হয়। 

 শহীদ স্তম্ভে এবং শহীদ মাতঙ্গিনীর মর্মর মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধার্ঘ‍্য অর্পণ করে বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীগনের দেশপ্রেম, ধর্ম নিরপেক্ষতা ও স্বাধীনতা সংগ্রামে অবদান নিয়ে আলোচনার মাধ্যমে দিনটি পালিত হয়।  

   বক্তব্য রাখতে গিয়ে  বিভিন্ন বক্তারা  বলেন ৭৫তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আজ নতুন করে শপথ নেওয়ার সময়। 

সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক -ধর্মনিরপেক্ষ সমাজ ও দেশ গড়ার লক্ষ‍্যে স্বাধীনতা সেনানীগন এ দেশের বুকে  বিশেষ করে এই জেলায়  আপোষহীন সংগ্রামের পতাকা বহন করে "জীবন মৃত্যু কে পায়ের ভৃত্য " করে ভারতকে স্বাধীন করেছেন, আমাদের স্বাধীনতার স্বাদ দিয়েছেন।

সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি তদানীন্তন ভারতবর্ষে দেশের অভ‍্যন্তরের দেশবিরোধী ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধেও সেদিন লড়াই করতে হয়েছে। আজও ওইসব সাম্প্রদায়িক, স্বৈরাচারী শক্তি গুলির বিপদ সম্পর্কে দেশের মানুষকে সাবধান থাকতে হবে। 

স্বাধীনতা সংগ্রামীগনের সেই লড়াই থেকে নতুন করে অনুপ্রেরণা লাভ করে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সংগ্রামের শপথ নেওয়ার মধ্য দিয়েই  তাঁদের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি।

  উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের  সভাপতি মানস করমহাপাত্র, সহ সভাপতি সেনগুপ্ত, সাধারণ সম্পাদক বিকাশ প্রামাণিক, বারিদ বরন মহান্তি, কোষাধ‍্যক্ষ মৃত্যুঞ্জয় ভট্টাচার্য্য, সম্পাদক সুকুমার পট্টনায়ক, জয়ন্ত চৌধুরী, বিজয় সামন্ত,  ওবিসি সেলের চেয়ারম্যান চিন্ময় মন্ডল,  এবং কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ ভৌমিক, সেখ আসরাফুলতুল্লা, মানিক মন্ডল, স্বপন রায় এবং অন্যান্য নেতা ওকর্মীবৃন্দ।

No comments