Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মৎস্যজীবীদের জালে ধরা পড়লো বিরল প্রজাতির ক্রোকো ডাইল ফিস

মহিষাদলের গেঁওখালীর রুপনারায়ন নদীতে মাছ ধরার সময় মৎস্যজীবীদের জালে ধরা পড়লো একটি বিরল প্রজাতির ক্রোকো ডাইল ফিস।  যার ওজন ৩ (তিন) কেজি।  মহিষাদলের গেঁওখালীর তেতুলবেড়িয়া গ্রামের  নিতু রানী মন্ডল রুপনারায়ন নদীতে জাল নিয়ে মাছ ধরছিলো…

 





 মহিষাদলের গেঁওখালীর রুপনারায়ন নদীতে মাছ ধরার সময় মৎস্যজীবীদের জালে ধরা পড়লো একটি বিরল প্রজাতির ক্রোকো ডাইল ফিস।  যার ওজন ৩ (তিন) কেজি।  মহিষাদলের গেঁওখালীর তেতুলবেড়িয়া গ্রামের  নিতু রানী মন্ডল রুপনারায়ন নদীতে জাল নিয়ে মাছ ধরছিলো। তার জালে এই ধরনের বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে। মাছটিকে বাড়িতে নিয়ে যায়। এই ধরনের মাছ জালে পড়ার খবর পেয়ে নিতুদেবির বাড়িতে স্থানীয় মানুষজন ভীড় জমায় মাছটিকে দেখতে। পরে ঐ মাছটিকে পশ্চিমবঙ্গ  বিঞ্জান মঞ্চ মেদিনীপুর শাখার প্রতিনিধিদের হাতে মাছটিকে তুলে দেওয়া হয়। বিজ্ঞান মঞ্চের তরফ তুলে নেন পূর্ব মেদিনীপুর জেলা বিজ্ঞান মঞ্চের অন্যতম নেতৃত্ব হলদিয়া সুতাহাটা বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক নকুল চন্দ্রঘাঁটি'। উপস্থিত ছিলেন হলদিয়া সুতাহাটা বিজ্ঞান কেন্দ্র সভাপতি প্রভাস সামন্ত প্রমূখ।

No comments