পূর্ব মেদিনীপুর জেলা পটাশপুর দু'নম্বর ব্লকের খড়িকাপাটনা গ্রামে সিদ্ধিদাতা গণেশ পূজোয় মাতলো এলাকার মানুষ।সিদ্ধিবিনায়ক ক্লাবের উদ্যোগে গণেশ পূজার উদ্বোধন করলেন পটাশপুর বিধায়ক উত্তম বারিক। দুপুরে খড়িকা পাটনা গ্রামের শ্রী শ…
পূর্ব মেদিনীপুর জেলা পটাশপুর দু'নম্বর ব্লকের খড়িকাপাটনা গ্রামে সিদ্ধিদাতা গণেশ পূজোয় মাতলো এলাকার মানুষ।সিদ্ধিবিনায়ক ক্লাবের উদ্যোগে গণেশ পূজার উদ্বোধন করলেন পটাশপুর বিধায়ক উত্তম বারিক। দুপুরে খড়িকা পাটনা গ্রামের শ্রী শ্রী বাসন্তী মাতার মন্দির প্রাঙ্গণে এই গণেশ পুজোর শুভ উদ্বোধন হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মানস রায়, স্বপন মাইতি, সত্যেশ্বর নন্দী, দিলীপ রায়, ক্লাবের সম্পাদক রতন বিশ্বাস, নব কুমার মিশ্র এছাড়াও ক্লাবের অন্যান্য কর্মকর্তা গন।
No comments