Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শনিবার থেকে সোমবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেশি বৃষ্টি হবে

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে ফের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেশি বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টির…

 




পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে ফের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেশি বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে তারা। চলতি সপ্তাহে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভালো বৃষ্টি হয়েছে। সবথেকে বেশি বৃষ্টি হয়েছে পশ্চিম মেদিনীপুরে। সেখানে অনেক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রাজ্য সেচদপ্তরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মাইথন, পাঞ্চেত ও তেনুঘাটে দামোদর, মুকুটমণিপুরে কংসাবতী, মশানজোড়ে মূয়রাক্ষী, হিংলোতে অজয় ও চাণ্ডিলে সুবর্ণরেখার বাঁধে জলস্তর এখন বিপদ সীমার কিছুটা নীচে রয়েছে। অতিরিক্ত বৃষ্টি হলে সেই সব জলাধারে জলস্তর স্বাভাবিকভাবে বাড়বে। সেটাই ভাবাচ্ছে দপ্তরের কর্তাদের।

তবে একটা স্বস্তির দিকও আছে। আবহাওয়াবিদরা বলছেন, এই ঘূর্ণাবর্তটি বেশি শক্তিশালী নাও হতে পারে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, আপাতত তাঁদের যা পর্যবেক্ষণ, তাতে মনে হচ্ছে ঘূর্ণাবর্ত হিসেবেই এটি উপকূল অতিক্রম করবে। সেক্ষেত্রে যা ভাবা হচ্ছে, ততটা বৃষ্টি হবে না। একটি বেসরকারি আবহাওয়া সংস্থা জানিয়েছে, এটি বড়জোর দুর্বল নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এটি যে পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের দিকে আসছে, সেব্যাপারে তারা নিশ্চিত। আগামী শনিবার ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের কাছাকাছি চলে আসবে বলে মনে করা হচ্ছে। ওইদিন থেকেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি ওড়িশার চাঁদবালির কাছে উপকূল অতিক্রম করেছে। সেকারণে ওড়িশার পারাদীপ, পুরী প্রভৃতি এলাকায় বেশি বৃষ্টি হয়েছে। শক্তি বাড়িয়ে সেটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল। 

এবারের ঘূর্ণাবর্তটি পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের কোন জায়গা দিয়ে উপকূল অতিক্রম করবে, তা এখনও আবহাওয়া দপ্তর জানায়নি। তবে এই এলাকা দিয়ে কোনও নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত স্থলভূমিতে ঢুকলে, তা রাজ্যের পশ্চিমাঞ্চল হয়ে ঝাড়খণ্ডের দিকে চলে যায়। ঝাড়খণ্ড এবং রাজ্যের পশ্চিমাঞ্চলে বেশি বৃষ্টি হলে দামোদর সহ অন্যান্য নদীগুলিতে জলস্তর বৃদ্ধির আশঙ্কা থাকে।

No comments