Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বনমালীচট্টা হাইস্কুল যাওয়ার বেহাল রাস্তার মেরামতী করার দাবি জানান প্রাক্তন সহকারী সভাধিপতি তথা প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন

গত ৩১ শে অাগষ্ট বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও বনমালীচট্টা হাইস্কুলের প্রবাদপ্রতিম প্রাক্তন প্রধান শিক্ষক পীতাম্বর দাসের ১০৭ তম জন্মদিবস পালিত হয়েছে। মারিশদা লোকাল বোর্ড থেকে বনমালীচট্টা হাইস্কুল যাওয়ার রাস্তা প্রয়াত পীতাম্বর দাসের…

 





গত ৩১ শে অাগষ্ট বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ও বনমালীচট্টা হাইস্কুলের প্রবাদপ্রতিম প্রাক্তন প্রধান শিক্ষক পীতাম্বর দাসের ১০৭ তম জন্মদিবস পালিত হয়েছে। মারিশদা লোকাল বোর্ড থেকে বনমালীচট্টা হাইস্কুল যাওয়ার রাস্তা প্রয়াত পীতাম্বর দাসের নামাঙ্কিত করার জন্য ২০১৪ সালে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অর্থ ও পরিকল্পনা স্হায়ী সমিতির সভায় গৃহীত হয়। তৎকালীন শিক্ষা কর্মাধ্যক্ষ তথা বনমালীচট্টা হাইস্কুলের প্রধান শিক্ষক মামুদ হোসেন জেলা পরিষদের সভায় সভাপতিত্ব উত্থাপন করেন।


তাঁর পরে মারিশদা লোকাল বোর্ড থেকে বনমালীচট্টা হাইস্কুল রাস্তা পীতাম্বর দাস সরণী করার প্রস্তাব বাস্তবায়িত হয় নি।ইতিমধ্যে মারিশদা লোকাল বোর্ড থেকে নীলপুর রাস্তা খানাখন্দভরা হয়ে চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। দুর্ঘটনা লেগেই আছে। বনমালীচট্টা হাইস্কুল,লাউদা গ্রামপঞ্চায়েত অফিস, বনমালীচট্টা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, লাবণ্য বাজার পিএনবি ব্যাঙ্কের ব্রাঞ্চ, লাবণ্য বাজার, নীলপুর বাজার যাওয়ার রাস্তার দফারফা অবস্থায় মানুষের প্রাণ ওষ্ঠাগত। জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি তথা প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন মারিশদা লোকাল বোর্ড থেকে বনমালীচট্টা হাইস্কুল যাওয়ার রাস্তা কে অবিলম্বে পীতাম্বর দাস সরণী হিসেবে নামকরণ করা ও বেহাল রাস্তার মেরামতী করার লক্ষে জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস ও পূর্ত কর্মাধ্যক্ষ স্বপন দাস কে ই-মেইল বার্তা পাঠিয়েছেন।

No comments